গুয়াহাটি: উত্তর-পূর্ব ভারতের প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার এক্স হ্যান্ডেল প্রকাশিত একটি কার্টুন নির্ভর ভিডিয়ো নিয়ে তরজা ছড়ায়। সেই প্রসঙ্গেই নিজের এক্স হ্যান্ডেলে অসমের মুখ্যমন্ত্রী তোপ দেগে লিখেছেন, “মনে হচ্ছে কংগ্রেস দল উত্তর-পূর্ব ভারতের সমস্ত জমি প্রতিবেশী দেশকে বিক্রি করার জন্য গোপনে চুক্তি সেরে ফেলেছে।”
কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল শনিবার। সেই ভিডিয়োয় দুই চরিত্র হিসাবে দেখানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দুজনের মধ্যে কাল্পনিক কথোপকথনও শোনা যাচ্ছে। এই ভিডিয়োয় দেওয়ালে একটি ছবি ঝুলতে দেখা যাচ্ছে। সেই ছবিতে রয়েছে ভারতের মানচিত্র। যার মধ্যে রাহুলের ছবি রয়েছে। কিন্তু সেই মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের অংশ সঠিক ভাবে দেখানো হয়নি বলে অভিযোগ। এই প্রসঙ্গেই কংগ্রেসকে খোঁচা দিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাহুল গান্ধীর বিদেশযাত্রা নিয়েও কটাক্ষ ছুড়েছেন তিনি।
হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর কোম্পানির বিরুদ্ধে অবৈধ ভাবে কেন্দ্রীয় প্রকল্পের ভাতা পাওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে গত কয়েক দিন ধরেই সরগরম উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের রাজধানী। বিষয়টি নিয়ে অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগোই তীব্র আক্রমণ করেছেন হিমন্তকে। গত কয়েক দিন ধরেই হিমন্ত ও গৌরবের এক্স যুদ্ধের সাক্ষী থেকেছে সে রাজ্যের রাজনৈতিক মহল। এই আবহেই উত্তর-পূর্ব ভারত নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।