নয়া দিল্লি: বিরোধী দলনেতা হিসেবে সোমবার (২ জুলাই), লোকসভায় প্রথম বক্তৃতা দিয়েছেন রাহুল গান্ধী। আর তারপর থেকেই একযোগে তাঁকে আক্রমণ করছেন বিজেপি নেতারা। এবার একই সুরে রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘হিন্দু-বিরোধী এজেন্ডা’ প্রচারের অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী দায়িত্বশীল ভূমিকা পালন করার পরিবর্তে, ঘৃণামূলক বক্তৃতা এবং জাল খবর প্রচারের জন্য লোকসভাকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘হিন্দু’ নিয়ে তাঁর মন্তব্যের জন্য সমগ্র হিন্দু সমাজের কাছে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উটিত বলে জানিয়েছেন তেলিঙ্গানার এই বিজেপি নেতা।
সোমবার লোকসভায় রাহুল গান্ধী বলেছিলেন, হিন্দু ধর্ম হিংসাকে সমর্থন করে না। হিন্দু ধর্ম বলে ভয় পেয় না, কাউকে ভয় দেখিও না। কিন্তু, বিজেপি ও আরএসএস-এর কর্মী-সমর্থকরা নিজেদের হিন্দু বলে দাবি করেও সর্বক্ষণ হিংসা এবং ঘৃণা ছড়ায়। অসত্য বলে। তাই, তারা আসল হিন্দু নয় বলে দাবি করেন রাহুল গান্ধী। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতারা দাবি করছেন, রাহুল গান্ধী সামগ্রিকভাবে হিন্দু ধর্মকে অপমান করেছেন। হিন্দু ধর্মাবলম্বীরা হিংসা করে বলেছেন। এই প্রসঙ্গে জি কিষাণ রেড্ডি বলেছেন, “ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর ঘৃণা, সমগ্র সম্প্রদায় ও জাতির প্রতি ঘৃণাতে রূপান্তরিত হয়েছে। এই করতে গিয়ে, সংবিধানের ‘স্বঘোষিত রক্ষক’ ফের তাঁর হিন্দু-বিরোধী এজেন্ডা প্রকাশ করেছেন।”
#WATCH | Union Minister G Kishan Reddy says, “Rahul Gandhi gave a speech in Parliament yesterday, he said that Hindus commit violence. I condemn his speech. Rahul Gandhi should understand that as long as there is a Hindu majority in India, there will be democracy. If Hindus are… pic.twitter.com/3tUxmUZmEt
— ANI (@ANI) July 2, 2024
অটলবিহারী বাজপেয়ী, এলকে আদবাণী, সুষমা স্বরাজদের মতো অতীতের বিরোধী দলনেতাদের কথা স্মরণ করে জি কিষাম রেড্ডি লোকসভায় রাহুল গান্ধীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা হল বর্তমান সরকারকে দায়বদ্ধ রাখা এবং জনগণের কণ্ঠস্বর হওয়া। অতীতে এই ভূমিকায় অটলবিহারী বাজপেয়ী, এলকে আদবাণী, সুষমা স্বরাজ-সহ অনেক মহান ব্যক্তিরা ছিলেন। তাঁদের প্রত্যেকেই লোকসভায় বক্তৃতার মানকে উন্নীত করেছেন। দরিদ্র, নিপীড়িত এবং তাদের সমস্যাগুলির সুরাহা করার জন্য তাদের কণ্ঠ হয়ে উঠেছেন। দুর্ভাগ্যবশত, বিরোধী দলনেতা হিসেবে তাঁর প্রথম বক্তৃতায়, দায়িত্বশীল ভূমিকা পালন করার পরিবর্তে রাহুল গান্ধী ঘৃণাত্মক বক্তৃতা এবং জাল খবর প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেন।”
তিনি আরও দাবি করেন, অতীতেও কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোটের শরিকরা হিন্দুদের অপমান করেছে। এবার, রাহুল গান্ধী, ‘গণতন্ত্রের মন্দির’ থেকে বিদ্বেষপূর্ণ বক্তৃতা দিয়ে হিন্দুদের উপর সরাসরি আক্রমণ শুরু করেছেন। ২০১৪-য় সরকারে থাকার সময়, কংগ্রেস একটি ‘সাম্প্রদায়িক হিংসা বিল’ আনার চেষ্টা করেছিল বলেও দাবি করেছেন জি কিষাণ রেড্ডি। এই আইন নাকি শুধুমাত্র হিন্দুদের শাস্তি দেওয়ার জন্যই ছিল। বিজেপি নেতা আরও বলেছেন, রাহুল গান্ধী মনে করছেন এখনও বোধহয় তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কিন্তু, নির্বাচনী প্রচারসভায় যেভাবে তথ্য প্রমাণ ছাড়া কথা বলা যায়, লোকসভায় তা করা যায় না বলে রাহুল গান্ধীকে সতর্ক করে দিয়েছেন বিজেপি নেতা।