নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের পর সংসদে প্রথমবার ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী তথা বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিবের ছবি হাতে নিশানা করেছেন বিজেপিকে। সোমবার রাহুলের ভাষণ চলাকালীনই তীব্র বিরোধিতা করে বিজেপি। একে উঠে দাঁড়িয়ে রাহুলের মন্তব্যের বিরোধিতা করেন নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির একাধিক মন্ত্রী। এবার রাহুলের সেই ভাষণকে ‘বালকবুদ্ধির প্রলাপ’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করেই মঙ্গলবার রাহুলকে নিশানা করেন তিনি।
আক্রমণ শানাতে গিয়ে গল্পের ঢঙে মোদী বলেন, “এক শিশু স্কুল থেকে এসে সজোরে কাঁদছে। তার মা’ও ভয় পেয়ে যাচ্ছে। শিশু বলছে, স্কুলে আমাকে মেরেছে। এ মেরেছে…ও মেরেছে। কিন্তু বলছে না যে সেই শিশু নিজে কী কী অন্যায় করেছে।” এ কথা বলেই প্রধানমন্ত্রী বলেন, “গতকাল বাচ্চার মতো আচরণ দেখেছি সংসদে। বালকবুদ্ধির বিলাপ চলছিল।” নাম না করে মোদী আবারও বলেন, “বালকবুদ্ধিতে ব্যবহার কীভাবে করতে হয় জানে না, কথাও বলতে জানে না। সীমা ছাড়িয়ে যায়।”
সোমবার রাহুল মোদী সরকারের একাধিক স্কিমের সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, কৃষকরা ঠিক মতো এমএসপি পাচ্ছে না। অগ্নিবীর স্কিমের সমালোচনাও করেছেন তিনি। মোদী সেই সব সমালোচনা করে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছেন। মোদী বলেন, “কংগ্রেস মিথ্যা কথাকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে। মুখ খুললেই মিথ্যা কথা। আর এই মিথ্যা কথায় সংসদের গরিমা ক্ষুণ্ণ হয়েছে। এটা দেশের অপমান।”