চেন্নাই: সামনেই নির্বাচন, তার আগেই শেষ মুহূর্তের প্রচার সারছেন শাসক ও বিরোধী দলগুলি। ব্যতিক্রম নয় তামিলনাড়ু(Tamil Nadu)-ও। প্রবীণ ডিএমকে নেতা ইভি ভেলুর হয়ে প্রচার চালাচ্ছিলেন দলের শীর্ষ নেতা এমকে স্তালিন (MK Stalin)। এদিকে সেই মুহূর্তেই তাঁর বাড়িতে হানা দিলেন আয়কর বিভাগের আধিকারিকরা। নির্বাচনী প্রচারে টাকা লেনদেনের খবর পেতেই ইভি ভেলু(EV Velu)-র বাসভবন সহ মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর বিভাগ।
আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ৭০ বছর বয়সী ইভি ভেলু তাঁর পুরনো কেন্দ্র তিরুভান্নামালাই (Tiruvannamalai) থেকেই প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। এ দিন তাঁর হয়ে প্রচারে যোগ দেন ডিএমকে (DMK) শীর্ষনেতা এমকে স্তালিন। গত রাতেই তিনি হাজির হন তিরুভান্নামালাইয়ে। সেখানে একটি কলেজেই রাত কাটান তিনি।
আজ সকালে প্রচারে বেরিয়ে যাওয়ার পরই আচমকাই ভেলুর বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। দিল্লি থেকে আগত একটি দল তিরুভান্নামালাই ছাড়াও চেন্নাইয়ের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়। এমনকি গত রাতে স্তালিন যে কলেজে ছিলেন, সেই কলেজেও তল্লাশি চালানো হয়।
আরও পড়ুন: ভোররাতে জ্যান্ত পুড়ে গেলেন ৩ জওয়ান, গুরুতর আহত আরও ৫
তল্লাশির কারণ হিসাবে এক আয়কর আধিকারিক জানান, সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল যে নির্বাচনী প্রচারে টাকা লেনদেন করা হচ্ছে, যা নির্বাচন কমিশনের নিয়মবিধি বিরুদ্ধ। সেই টাকা খুঁজতেই মোট ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে লেনদেনের কোনও প্রমাণ মিলেছে কিনা, সে বিষয়ে কিছু জানাননি আয়কর আধিকারিক।
আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে ২৩৪ আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে লড়াই মূলত দ্বিমুখী। শাসক দল এআইএডিএমকে(AIADMK)-র সঙ্গে জোট বেধে ২০টি আসনে লড়বে বিজেপি(BJP)। অন্যদিকে বিরোধী দল ডিএমকে(DMK)-র সঙ্গে জোটে ২৫টি আসনে লড়বে কংগ্রেস(Congress)।
আরও পড়ুন: দৈনিক আক্রান্তে পার হল ৫০ হাজারের গণ্ডিও, একদিনেই করোনায় মৃত ২৫১