হায়দরাবাদ: অর্থমন্ত্রক থেকে কিছুদিন আগেই ১৬টি রাজ্যের জন্য মূলধনী বিনিয়োগে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে তেলঙ্গানাও (Telangana)। তেলঙ্গানার জন্য ২ হাজার ১০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য। রাজ্যগুলিতে মূলধনী বিনিয়োগের জন্য বিশেষ সাহায্য়ের প্রকল্পের আওতায় এই টাকা বরাদ্দ করা হয়েছে। ৫০ বছরের জন্য ঋণ-মুক্ত সুদ এটি। আর কেন্দ্রীয় এই আর্থিক বরাদ্দের মাধ্যমে রেল, স্বাস্থ্য, সড়ক-সহ বিভিন্ন ক্ষেত্রে ঢেলে উন্নয়ন হবে তেলঙ্গানায়।
ঢেলে সাজানো হবে তেলঙ্গানার সড়ক পরিবহণ ব্যবস্থাকে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনা হবে। সবথেকে বেশি খরচ হবে এই দুটি খাতেই। রাজ্যজুড়ে সড়ক পরিবহণ ব্যবস্থা আরও উন্নত করতে খরচ হবে ৭০২ কোটি টাকা। স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে খরচ হবে ৫৫০ কোটি টাকা। স্বাস্থ্যের জন্য ২৪টি আলাদা আলাদা প্রকল্পের কাজ হবে এই টাকায়। ২০০ কোটি টাকার কাজ হবে তেলঙ্গানার মধ্যে রেল পরিষেবার উন্নয়নে। এর মধ্যে ১০০ কোটি টাকা শুধুমাত্র হায়দরাবাদের এমএমটিএস দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য। এছাড়া ৪০০ কোটি টাকা ব্যয় হবে হায়দরাবাদের জল ও নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য। পরিকাঠামোগত উন্নয়নে খরচ হবে ২০০ কোটি টাকা। এছাড়া পর্যটনের জন্যও ৫০ কোটি টাকা ব্যয় করা হবে।
এই ২ হাজার ১০২ কোটি টাকার মধ্যে সবথেকে বেশি কাজ হবে হায়দরাবাদে। মোট আর্থিক বরাদ্দের প্রায় এক চতুর্থাংশ কাজই হবে হায়দরাবাদে। বিভিন্ন খাতে ৫০০ কোটি টাকা খরচ হবে হায়দরাবাদের জন্য। সিদ্দিপেটেও প্রচুর কাজ হবে। প্রায় ৩৪০ কোটি টাকার কাজ হবে সেখানে। এছাড়া করিমনগর, ওয়ারাঙ্গল, রঙ্গারেড্ডির মতো জেলাগুলির প্রত্যেকটিতে কোথাও ১০০ কোটি টাকার, কোথাও আবার আরও বেশি টাকার কাজ হবে।