নয়া দিল্লি: মমতা দিল্লি গিয়েছেন আগেও। তবে এ বারের সফর অনেক বেশি তাৎপর্যপূর্ণ। একুশে জুলাই ‘শহিদ দিবস’-এর মঞ্চ থেকে বিরোধীদের একজোট হওয়ার ডাক দেন মমতা। আর তারপরই তৃণমূলনেত্রীর রাজধানী সফর যে রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে মমতা দেখা করবেন এই সফরে। তবে, রাজনৈতিক মহলের নজর থাকছে বিরোধীদের বৈঠকের দিকেই। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে ছক সাজাচ্ছে ঘাসফুল শিবির, তাতে এই বৈঠকের বিশেষ ভূমিকা থাকবে। তবে সূত্রের খবর, মমতার রাজধানী সফরকালে নাও দেখা হতে পারে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে।
গতকালই দিল্লি পৌঁছেছেন মমতা, সঙ্গে গিয়েছেন মুকুল রায়ও। আজ, মঙ্গলবার থেকেই শুরু তাঁর কর্মসূচি। প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সারবেন তিনি। সেই সঙ্গে বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গেও দেখা করার কথা তাঁর। কিন্তু যাঁর সঙ্গে বৈঠকেই সবথেকে বেশি নজর ছিল, সেই শরদ পাওয়ারের দিল্লি আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। গত কয়েকদিনের বৃষ্টিতে বন্যা ও ধসে কার্যত বিপর্যস্ত মহারাষ্ট্র, বহু মানুষের মৃত্যুও হয়েছে সেখানে। সেই এলাকা পরিদর্শনে যাওয়ার কথা শরদ পাওয়ারের। জানা গিয়েছে, আজ বেলা ১ টায় মুম্বইয়ের এনসিপি পার্টি অফিসে রাজ্যের বন্যার পরিস্থিতি নিয়ে শরদ পাওয়ার সাংবাদিক বৈঠক করবেন। আর আগামিকাল তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন। ফলে ২৭ ও ২৮ তারিখে তাঁর দিল্লি আসার সম্ভাবনা নেই বললেই চলে। বাকি থাকল ২৯ তারিখ বা বৃহস্পতিবার। মমতার সঙ্গে দেখা করতে সে দিন তিনি আসবেন কি না, এমন খবরও নেই রাজধানীতে।
আসলে তৃতীয় ফ্রন্টের যে ঘুঁটি মমতা সাজাচ্ছেন, তাতে অন্যতম গুরুত্বপূর্ণ নাম শরদ পাওয়ার। পাওয়ার নিজেও কিছুদিন আগে বিরোধীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন। এ ছাড়া প্রশান্ত কিশোররে সঙ্গে পাওয়ারের বৈঠক জল্পনা বাড়িয়েছিল কয়েক গুণ। মমতার একুশের ভাষণ ভার্চুয়ালি শুনতেও হাজির ছিলেন শরদ পাওয়ার। তাই তাঁর সঙ্গে মমতার সাক্ষাৎ হবে, এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক মহলের। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে দেখা নাও হতে পারে পাওয়ার-মমতার। দুঁদে রাজনীতিক শরদ পাওয়ার কি তবে জেনে বুঝেই দূরে থাকছেন? এমন প্রশ্নও ঘুরছে রাজধানীতে। অনেকেই মনে করছেন, দূর থেকে জল মাপতে চাইছেন পাওয়ার। সোনিয়া গান্ধী তথা কংগ্রেসের অবস্থান দেখেই হয়ত সিদ্ধান্ত নেবেন তিনি। তবে, দলের দুই বড় মুখ সুপ্রিয়া সুলে ও প্রফুল প্যাটেল দিল্লিতেই আছেন। তাই মমতার সঙ্গে তাঁদের সাক্ষাতের জল্পনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিরোধী বৈঠকে শেষ পর্যন্ত কারা আসেন সেটাই দেখার। উল্লেখ্য, গতকাল কেজরীবালের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা থাকলেও আসেননি তিনি।
এ দিকে, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন মমতা। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমোর প্রথম বৈঠক রয়েছে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের। এই বৈঠক হবে দুপুর ২ টোয়। এরপর দুপুর ৩ টে নাগাদ কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গেও তাঁর বৈঠক রয়েছে। কংগ্রেস শিবিরের সঙ্গে জোড়া বৈঠকের পরই বিকেল ৪ টেয় মোদীর মুখোমুখি হবেন মমতা। আরও পড়ুন: কোভিড বিধি দূর-অস্ত! ভিড়ের চাপাচাপিতে মহাকালেশ্বরে আহত অনেকেই