কোভিড বিধি দূর-অস্ত! ভিড়ের চাপাচাপিতে মহাকালেশ্বরে আহত অনেকেই

Mahakaleshwar Temple: মধ্যপ্রদেশের এই মন্দির দর্শনে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। ভিড়ের চাপে আহত হয়েছে অনেকেই।

কোভিড বিধি দূর-অস্ত! ভিড়ের চাপাচাপিতে মহাকালেশ্বরে আহত অনেকেই
মহাকালেশ্বর মন্দিরে উপচে পড়া ভিড়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2021 | 9:45 AM

ভোপাল: শ্রাবণ মাসের সোমবার। তাই করোনা ভুলে উপচে পড়া ভিড়। আর সেই ভিড়ের ধাক্কাতেই আহত হলেন শিশু, মহিলা-সহ একাধিক পুণ্যার্থী। গতকাল সোমবার, উজ্জ্বয়িনীর বিখ্যাত শিবের মন্দির মহাকালেশ্বরে চোখে পড়েছে উপচে পড়া ভিড়।

এরই মধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি মন্দির দর্শনে যাওয়ায় ভিড়ের চাপ বাড়ে আরও। এ দিন সকাল থেকেই ছিল দর্শনার্থীর ভিড়। বেলা বাড়তে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়। মন্দিরের ৪ নম্বর গেটে ভিড়ের চাপে আহত হন বেশ কয়েকজন। ভিড় সামলাতে নাজেহাল হতে হয় নিরাপত্তারক্ষীদের। মানুষের ভিড়ে কেউ কেউ পড়ে যান মাটিতে, তাদের ওপর পড়ে যান আরও অনেকে। শিবরাজ সিং চৌহান ছাড়াও উমা ভারতীও গিয়েছিলেন মন্দির পরিদর্শনে।

দেশ জুড়ে থাকা ১২টি জ্যোতির্লিঙ্গের একটি রয়েছে এই মহাকালেশ্বর মন্দিরে। গত মাসে এই মন্দির খুলে দেওয়া হয়। তবে মন্দির দর্শনের ক্ষেত্রে কিছু বিধি জারি করা হয়। বলা হয়েছিল, ৪৮ ঘণ্টা আগের আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে দর্শনার্থীদের অথবা দুটি টিকার ডোজ নেওয়ার সার্টিফিকেট থাকতে হবে। সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে মন্দির। সারাদিনে ২ ঘণ্টা করে ভাগ করা রয়েছে মন্দিরের প্রবেশের সময়। প্রত্যেক বার ৫০০ জনকে ঢুকতে পারবেন। নিয়ম অনুযায়ী, দিনে মোট ৩৫০০ লোক প্রবেশ করতে পারবেন মন্দিরে।

কিন্তু শ্রাবণ মাসের সোমবারে যেহেতু শিবের পুজো করার বিশেষ রীতি রয়েছে তাই এ দিনের চেহারা অন্যরকম ছিল। মন্দির কর্তৃপক্ষও এমন ভিড় আশা করেনি। উজ্জ্বয়িনীর কালেকটর আশিস সিং জানিয়েছেন, সোমবার যা ঘটেছে, তা ব্যতিক্রমী। আগামী সোমবার এই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেই জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আগামী সোমবারের জন্য আমরা সব পরিকল্পনা করে রেখেছি।’ এ দিন যে কোভিড প্রোটোকল মানা হয়নি সে কথা স্বীকার করেছেন তিনি। মন্দির খুলে দেওয়া হয়েছিল সবার জন্য। তবে পরের সোমবার আর এমনটা হবে না বলেই জানিয়েছেন তিনি। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী সোমবার অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা হবে। আরও পড়ুন: ‘সত্যিটা জানতে হলে…’, করোনার উৎস খুঁজতে ‘হু’-কে কোন ঠিকানায় পাঠাচ্ছে চিন?