নয়া দিল্লি: নতুন উপায়ে কেন্দ্রকে কটাক্ষ শিবসেনা (Shiv Sena)-র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মাঠে নামলে আন্দোলনরত কৃষকদের সমস্যা পাঁচ মিনিটেই সমাধান হয়ে যাবে, এমনটাই জানালেন শিব সেনার সাংসদ সঞ্জয় রাউত।
কেন্দ্রকে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়ে তিনি বলেন,”যদি সরকার চায়, তবে আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসে ৩০ মিনিটেই সমস্যার সমাধান করতে পারে। আমি মনে করি, যদি প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেন, তবে সমস্যা পাঁচ মিনিটে সমাধান হয়ে যাবে।”
বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন,”আন্দোলনকারীরা আমাদের দেশেরই কৃষক। সরকারের উচিত তাদের সঙ্গে আলোচনায় বসা। বিনা প্রয়োজনে বিষয়টিকে এতদূর টেনে আনা হয়েছে যে নৈরাজ্যের সৃষ্টি হতে চলেছে।”
আরও পড়ুন: ‘চ্যালেঞ্জ’ স্বীকার, আগামী সপ্তাহেই উত্তর প্রদেশে সরকারি স্কুল পরিদর্শনে যাবেন মণীশ সিসোদিয়া
একইসঙ্গে সংসদের শীতকালীন অধিবেশন (Winter session of Parliament) স্থগিত রাখা নিয়েও সরকারকে একহাত নেন তিনি। এই বিষয়ে সঞ্জয় রাউত বলেন,”দেশে গণতন্ত্র থাকলে সংসদের অধিবেশনও হতে হবে। কেন শীতকালীন অধিবেশন বসানো হবে না, এই বিষয়টি দেখতে হবে।”
নাম না করেই বিজেপি (BJP)-কে কটাক্ষ করে তিনি বলেন,”মন্দির খোলার জন্য মহারাষ্ট্রে প্রতিবাদ-আন্দোলন হতে পারে, অথচ গণতন্ত্রের মন্দিরেরই দরজা বন্ধ করে রাখা হচ্ছে। এটা কীভাবে হতে পারে?”
আরও পড়ুন: কেন্দ্রের ব্যানের খাঁড়া এবার পড়তে চলেছে চিনা টেলিকম সরঞ্জাম বিক্রেতাদের উপরও