‘চ্যালেঞ্জ’ স্বীকার, আগামী সপ্তাহেই উত্তর প্রদেশে সরকারি স্কুল পরিদর্শনে যাবেন মণীশ সিসোদিয়া

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) নিজের রাজ্যের সঙ্গে প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশের শিক্ষাব্যবস্থার তুলনা করেছিলেন। এই মন্তব্যের প্রেক্ষিতেই উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী (Satish Dwivedi) দিল্লির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীকে রাজ্যের স্কুলগুলি ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

'চ্যালেঞ্জ' স্বীকার, আগামী সপ্তাহেই উত্তর প্রদেশে সরকারি স্কুল পরিদর্শনে যাবেন মণীশ সিসোদিয়া
আগামী সপ্তাহের মঙ্গলবার লখনউ যাবেন মণীশ সিসোদিয়া। ছবি: সংগৃহীত।
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 6:37 PM

নয়া দিল্লি: চ্যালেঞ্জ নিতে ভয় পান না তিনি, সে কথা বুঝিয়ে দিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। উত্তর প্রদেশ (Uttar Pradesh)-র শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী সপ্তাহেই লখনউ (Lucknow)-তে গিয়ে দুই রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে বিতর্কসভায় অংশ নেবেন বলে জানান তিনি।

২০২২ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election) আম আদমি পার্টি (Aam Aadmi Party)-র অংশ নেওয়া কথা ঘোষণা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) নিজের রাজ্যের সঙ্গে প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশের শিক্ষাব্যবস্থার তুলনা করেছিলেন। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী সতীশ দ্বিবেদী (Satish Dwivedi) দিল্লির মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীকে রাজ্যের স্কুলগুলি ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

উত্তর প্রদেশ সরকারের এই চ্যালেঞ্জকেই স্বীকার করে নিয়ে মণীশ সিসোদিয়া বলেন,”২০২২ সালের নির্বাচনে আম আদমি পার্টির অংশ নেওয়ার ঘোষণা করায় রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসতে বাধ্য করেছে।”

আরও পড়ুন: কেন্দ্রের ব্যানের খাঁড়া এবার পড়তে চলেছে চিনা টেলিকম সরঞ্জাম বিক্রেতাদের উপরও

সাংবাদিক বৈঠকে সিসোদিয়া জানান, আগামী সপ্তাহেই মঙ্গলবার তিনি লখনউ যাবেন এবং সেখানে দুই রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে তুলনামূলক আলোচনায় অংশ নেবেন।

তিনি উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রীকে বলেন,”উত্তর প্রদেশের বিভিন্ন স্কুলগুলি ঘুরে উন্নয়ন পরিদর্শনের যে আমন্ত্রণ আপনারা পাঠিয়েছেন, তা স্বীকার করছি। আপনি ১০টি স্কুলের তালিকা তৈরি করুন, যেগুলি বিগত চার বছরে বিজেপি সরকার উন্নয়ন এনেছে, পড়ুয়াদের ফলাফল ভাল হয়েছে, তারা বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নিয়েছে। স্কুলগুলিতে আপনাদের উন্নয়নমূলক কাজ দেখতে চাই আমি।”

আরও পড়ুন: সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কড়া জবাব, জম্মু-কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম ২ পাক সেনা