Sikkim: ২০২৪-এর বিশ্বের ‘কুলেস্ট’ গন্তব্যগুলির তালিকায় ভারতের সিকিম

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 07, 2023 | 12:19 PM

Sikkim Tourism: আগামী বছর পর্যটকদের 'কুলেস্ট' গন্তব্যগুলির মধ্যে একটি হতে চলেছে সিকিম। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল জিওগ্রাফিক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। ২০২৪-এর 'কুলেস্ট' গন্তব্যগুলির তালিকায় ইউরোপ মহাদেশেরই একাধিক স্থানের নাম রয়েছে।

Sikkim: ২০২৪-এর বিশ্বের কুলেস্ট গন্তব্যগুলির তালিকায় ভারতের সিকিম
প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ সিকিম।

Follow Us

গ্যাংটক: কাঞ্চনজঙ্ঘা ও একাধিক হ্রদ বেষ্টিত সিকিম (Sikkim) পর্যটকদের অন্যতম পছন্দের স্থান। শীত হোক বা গ্রীষ্ম, সারা বছরই সিকিমে পর্যটকদের ভিড় লেগে থাকে। ভ্রমণপ্রেমীরা তো সিকিমের প্রত্যন্ত গ্রামে গিয়ে নতুন-নতুন পর্যটনকেন্দ্রের হদিশ বের করে। এবার সেই সিকিমের মুকুটে নতুন পালক জুড়ল। আগামী বছর পর্যটকদের পছন্দের গন্তব্যগুলির মধ্যে একটি হতে চলেছে সিকিম। সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল জিওগ্রাফিক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, ন্যাশনাল জিওগ্রাফিক সমীক্ষার এই তালিকায় এশিয়ার মাত্র ৩টি গন্তব্য উঠে এসেছে, তার মধ্যে একটি হল সিকিম।

ন্যাশনাল জিওগ্রাফিক সমীক্ষা রিপোর্ট অনুসারে, ২০২৪-এর ‘কুলেস্ট’ অর্থাৎ শান্ত, নিরিবিলি গন্তব্যগুলির তালিকায় ইউরোপ মহাদেশেরই একাধিক স্থানের নাম রয়েছে। এশিয়ার মধ্যে রয়েছে কেবল ৩টি গন্তব্যের নাম। যার মধ্যে রয়েছে, তাইওয়ানের তাইনান, চিনের শি-য়ান এবং ভারতের সিকিম। অর্থাৎ ভারতের এই একটি গন্তব্যের নামই ‘কুলেস্ট’ গন্তব্য হিসাবে ন্যাশনাল জিওগ্রাফিক সমীক্ষায় উঠে এসেছে।

ন্যাশনাল জিওগ্রাফিক সমীক্ষায় সিকিমের নাম ওঠা খুব একটা অস্বাভাবিক নয়। কেননা অপ্রতুল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিমালয়ের কোলের এই রাজ্যটি। হিমালয়ের তৃতীয় শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এমনভাবে বেষ্টন করে রয়েছে, যেন মনে হবে স্বয়ং গৌতম বুদ্ধ শয়ন করছেন। এছাড়া একাধিক হ্রদ, পাহাড়, পাহাড়ের মধ্যে আঁকা-বাঁকা পথ সিল্ক রুট, উজ্জ্বল রঙের বাহারি ফুলের বাগানের প্রাকৃতিক শোভা যেমন রয়েছে, তেমনই বরফে আবৃত গুরুদম্বার, লাচুং, লাচেংয়ের মতো স্থান রয়েছে। আবার প্রকৃতির মধ্যে হাঁটার মজা নিতে রয়েছে পেলিংয়ের মতো স্থান। এছাড়া ট্রেকিং, প্যারাগ্লাইডিং-সহ নানান রোমাঞ্চকর ইভেন্টেরও সাক্ষী হতে পারেন সিকিমে এসে। সবমিলিয়ে, সিকিমের অপার প্রাকৃতিক সৌন্দর্য অনেক নামজাদা গন্তব্যকেও পিছনে ফেলে দেয়। তাই ‘কুলেস্ট’ স্থানে বেড়ানোর প্ল্যান করার থাকলে সিকিমের কথা ভেবে দেখা যেতেই পারে।

Next Article