Sikkim Flash Floods: পাহাড়ের রুদ্ররোষে বাড়ছে মৃত্যু, এখনও পর্যন্ত উদ্ধার ৪ দেহ

| Edited By: | Updated on: Oct 04, 2023 | 11:57 PM

Sikkim Flash Flood: নিখোঁজ কমপক্ষে ২৩ জন সেনা জওয়ান। জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার একাধিক গাড়িও। একটি সেতুও ভেঙে গিয়েছে।

Sikkim Flash Floods: পাহাড়ের রুদ্ররোষে বাড়ছে মৃত্যু, এখনও পর্যন্ত উদ্ধার ৪ দেহ
ভয়াল তিস্তাImage Credit source: TV9 Bangla

বর্ষার বিদায়ের আগে ভয়াবহ অবস্থা সিকিমের। প্রবল জ্বলোচ্ছাস তিস্তা নদীতে। রাতভর বৃষ্টিতে হড়পা বান নামল উত্তর সিকিমে। বুধবার সকালেই উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার জলস্রোতে ভেসে যায় একটি সেনা ছাউনি। নিখোঁজ কমপক্ষে ২৩ জন সেনা জওয়ান। জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার একাধিক গাড়িও। একটি সেতুও ভেঙে গিয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Oct 2023 06:05 PM (IST)

    পাহাড়ের রুদ্ররোষে বাড়ছে মৃত্যু, এখনও পর্যন্ত উদ্ধার ৪ দেহ

    পাহাড়ের বিপর্যয়ে বাড়ছে মৃত্যু। আরও একজনের দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

  • 04 Oct 2023 03:48 PM (IST)

    তিস্তা থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার ৪

    খানিক আগেই এসেছিল মৃত্যুর খবর। বেড়েছিল উদ্বেগ। এরইমধ্যে তিস্তা থেকে জীবন্ত চারজনকে উদ্ধারের খবর মিলছে।

  • 04 Oct 2023 03:47 PM (IST)

    চিন্তায় জলপাইগুড়ি

    জলপাইগুড়ি জেলার ৪ টি ব্লকের ১৭ টি ফ্লাড শেল্টারে ৩২৮৮ জনকে উদ্ধার করে রাখা হয়েছে বলে জানালেন জেলাশাসক।

  • 04 Oct 2023 02:38 PM (IST)

    সিকিমে চালু করা হল হেল্পলাইন নম্বর

    সিকিমের বন্যা পরিস্থিতিতে জারি করা হল একাধিক হেল্পলাইন নম্বর। এই নম্বরগুলি হল- 03592-202461/201145 গ্যাংটক-03592-284444

    নামচি- 03595-263734

    মঙ্গন- 03592-234538

    পাকইয়ং- 03592-291936

    সোরেং- 8016747244

    গ্যালসিং- 03595-250888

    এছাড়াও পর্যটনদের জন্য-7001911393 ( Nodal Officer) (Asst. Director)- 8101426284 – এই নম্বরগুলি চালু করা হয়েছে।

  • 04 Oct 2023 01:45 PM (IST)

    উদ্ধারকাজ চালাচ্ছে NDRF

  • 04 Oct 2023 01:19 PM (IST)

    তিনটি দেহ উদ্ধার

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তিনটি দেহ ভেসে এসেছে। ওই দেহ জওয়ানদের হতে পারে।

  • 04 Oct 2023 01:16 PM (IST)

    উদ্ধারকাজ চালাচ্ছে NDRF-র ৪টি দল

    সিকিমে নিখোঁজ ২৩ জওয়ানের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের চারটি দল। প্রস্তুত রাখা হয়েছে আরও একটি দল।এনডিআরএফের ১টি দল রংপোতে কাজ করছে। তাতে ২০-২৫ জন জওয়ান রয়েছে। এনডিআরএফের দ্বিতীয় টিম রংপো যাওয়ার চেষ্টা করছে। সড়ক যোগাযোগ না থাকায় লাভা হয়ে যাবে এই টিম। এনডিআরএফের তৃতীয় দলও সিকিমে উদ্ধারকাজে রয়েছে। চতুর্থ দল গাজলডোবাতে উদ্ধারকাজে নেমেছে।

    জেলা প্রশাসন সূত্রে, ২টি দেহ ও একটি গাড়ি ভেসে আসার খবর পেয়ে এনডিআরএফের টিম পৌঁছয়। কিন্তু স্থানীয় লোকজন ভেসে আসা অন্য জিনিসপত্র নদীর স্রোত থেকে তুলে নেওয়ার চেষ্টায় মত্ত থাকায় দেহ ও গাড়ি ভেসে যায়। অনুমান করা হচ্ছে, ভেসে আসা দেহ ২ সেনা জওয়ানের। এনডিআরএফের পঞ্চম দল হেলিকপ্টারে করে যাবে নর্থ সিকিম। আবহাওয়ার একটু উন্নতি হলেই তাঁরা রওনা দেবে।

  • 04 Oct 2023 01:01 PM (IST)

    জলপাইগুড়িতে ছুটি ঘোষণা স্কুলগুলিতে

    বিপদের আশঙ্কায় চূড়ান্ত প্রস্তুতি শুরু। মেখলিগঞ্জে নামল বিপর্যয় মোকাবিলা দফতর। জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুলগুলিতে ছুটি দেওয়ার নির্দেশ দিলেন জেলাশাসক শ্যামা পারভিন।

  • 04 Oct 2023 12:41 PM (IST)

    উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী

    সিকিমের বন্য়া নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই উত্তরবঙ্গে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

  • 04 Oct 2023 11:52 AM (IST)

    প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন রাজু বিস্তা

    সিকিমের পরিস্থিতি উদ্বেগজনক। সিকিমের এই ভয়াল পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা।

  • 04 Oct 2023 11:36 AM (IST)

    উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

    সিকিমে হড়পা বানে ২৩ জন জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়ার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেন, “মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে সিকিমে ২৩ জন জওয়ানের খবর শুনে অত্য়ন্ত উদ্বিগ্ন। আমরা পাশে রয়েছি। আমাদের সরকারের কাছে সাহায্য চাওয়া হলে আমরা সবধরনের সহায়তা করব। আমি উত্তরবঙ্গ প্রশাসনকেও অতি সতর্ক থাকতে বলেছি। বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রস্তুতি কতদূর, তা জানার জন্য মুখ্য়সচিবকে যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে বলেছি। কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”

  • 04 Oct 2023 11:04 AM (IST)

    ঘটনাস্থল পরিদর্শনে সিকিমের মুখ্যমন্ত্রী

    সিকিমে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। তিনি বলেন, “ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিংথামে বেশ কয়েকজন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ শুরু করা হয়েছে।”

  • 04 Oct 2023 10:50 AM (IST)

    কত জল ছাড়ল তিস্তা?

  • 04 Oct 2023 10:49 AM (IST)

    নিখোঁজ ১০০ কোর মাউন্টেন ব্রিগেডের জওয়ানরা

    উত্তর সিকিমে হড়পা বানে ভারতীয় সেনার যে ২৩ জন জওয়ান ও আধিকারিকরা ভেসে গিয়েছেন, তাঁরা ১০০ কোর মাউন্টেন ব্রিগেডের ছিলেন বলে জানা গিয়েছে।

  • 04 Oct 2023 10:29 AM (IST)

    রাক্ষুসে তিস্তা! যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম-চুংথামের মধ্যে

  • 04 Oct 2023 10:19 AM (IST)

    ভেঙে গেল সিংথাম ব্রিজ

    তিস্তা নদীর জলস্রোতে ভেঙে গেল সিংথাম ফুটব্রিজ। একইসঙ্গে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গাও জলের তোড়ে ভেসে গিয়েছে। হড়পা বানের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা।

  • 04 Oct 2023 10:12 AM (IST)

    কীভাবে বিপর্যয় ঘটল?

    সেনা সূত্রে জানানো হয়েছে, উত্তর সিকিমের লোনক লেকের উপরে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি নামে। প্রবল বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পায় তিস্তা নদীর। লাগাতার বৃষ্টিতে এমনিতেই ফুঁসছিল তিস্তা, তার উপরে চুংথাম বাঁধ থেকে জল উপচে পড়ায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জলস্তর ১৫-২০ ফুটে পৌঁছয়। এরফলেই হড়পা বান নামে এবং ভেসে যায় সেনা ছাউনি।

  • 04 Oct 2023 10:07 AM (IST)

    তিস্তা, নামচিতে লাল সতর্কতা

    বেলা যত বাড়ছে, ততই পরিস্থিতি গুরুতর হচ্ছে সিকিমে। তিস্তা, নামচিতে জারি করা হল লাল সতর্কতা। আরও বৃষ্টির সম্ভাবনা। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

  • 04 Oct 2023 09:55 AM (IST)

    কবে কাটবে দুর্যোগ

    বিস্তারিত পড়ুন: Bengal Weather: বাংলা গা ঘেঁষে নিম্নচাপ, ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস, কবে কাটবে দুর্যোগ?

  • 04 Oct 2023 09:44 AM (IST)

    শুরু হল উদ্ধারকাজ

    প্রবল বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে। এরইমাঝে নিখোঁজ জওয়ানদের খোঁজে শুরু হল উদ্ধারকাজ। বৃষ্টি কমলে আরও জোরকদমে উদ্ধারকাজ চালানো হবে বলেই জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

  • 04 Oct 2023 09:41 AM (IST)

    কোথায় হারিয়ে গেলেন জওয়ানরা?

    জানা গিয়েছে, নিখোঁজ জওয়ানরা পাহাড়ে বিপর্যয় মোকাবিলার দায়িত্বে ছিলেন। তাঁরাই এদিন সকালে তিস্তা নদীর জলের তোড়ে ভেসে যান। জলের স্রোতে জওয়ানরা খাদে পড়ে গিয়েছেন নাকি অন্য কোথাও ভেসে গিয়েছেন, তা এখনও জানা যায়নি।

  • 04 Oct 2023 09:38 AM (IST)

    ভেসে গেলেন ২৩ জওয়ান

    উত্তর সিকিমের সিংতামে যে সেনার ছাউনি ছিল, তিস্তার জলস্ফীতিতে এ দিন সকালেই সেনাছাউনিতে হু হু করে জল প্রবেশ করতে শুরু করে। হড়পা বানের জেরে ভেঙে যায় একটি সেতু। নিখোঁজ কমপক্ষে ২৩ জওয়ান। তিস্তা নদীর জলে তলিয়ে গিয়েছে সেনাবাহিনীর ৪১টি গাড়ি।

  • 04 Oct 2023 09:35 AM (IST)

    ফুঁসছে তিস্তা

    রাতভর বৃষ্টি, তার জেরেই ভয়ঙ্কর রূপ নিল তিস্তা নদী। ব্যাপক জ্বলোচ্ছাস তিস্তা নদীতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

Published On - Oct 04,2023 9:33 AM

Follow Us: