Woman Led Startups: ছোট শহরের মেয়েরাই এখন দেশজুড়ে জোগাচ্ছে কর্মসংস্থান
Woman Led Startups: মোদীর জমানায় দেশের নারী-বিকাশ যে আকাশছোঁয়া নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে সেই কথাই মনে করালেন কেন্দ্রীয় মন্ত্রী। জানা গিয়েছে, রাজধানীর বুকে বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রক ও কেন্দ্রের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নয়াদিল্লি: দেশের স্টার্ট আপ দুনিয়াতেও মাটি আঁকড়েছে মেয়েরা। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যেই উঠে এল সেই কথাটা। এদিন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘দেশজুড়ে প্রায় দু’লক্ষ স্টার্ট আপস রয়েছে। যার মধ্যে ৭৬ হাজার স্টার্ট আপস তৈরি করেছেন নারীরা। যার মাধ্যমে ১৭ লক্ষ কর্মসংস্থানও হয়েছে।’
তবে এই মেয়েরা যে সবাই শহুরে এমন ভাবার কিন্তু কোনও কারণ নেই। আর সেই কথাটা উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যেও। তাঁর দাবি, শুধুই মেট্রো শহর নয়। দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহর অর্থাৎ ছোট শহর থেকেও অনেক মেয়েরা নিজেদের কোটি টাকা স্টার্ট আপ তৈরি করছেন। আর দেশের মহিলাদের বিকাশের পরিচয় এটাই।
মোদীর জমানায় দেশের নারী-বিকাশ যে আকাশছোঁয়া নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে সেই কথাই মনে করালেন কেন্দ্রীয় মন্ত্রী। জানা গিয়েছে, রাজধানীর বুকে বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রক ও কেন্দ্রের উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির হয়েছিলেন খোদ মন্ত্রী জিতেন্দ্র সিং। সামনেই বিহারে নির্বাচন। তার আগে মন্ত্রীর গলায় বিহারের সুর থাকবে না তেমনটা হতেই পারে না। এদিন তিনি জানিয়েছেন, দেশজুড়ে স্টার্ট আপ তৈরি করা মেয়েদের মধ্যে অনেকেই বিহারের ছোট ছোট শহর ও শহরতলির বাসিন্দা।
মন্ত্রীর সংযোজন, ‘নারী-বিকাশে মনযোগ দেওয়া সরকার শুধুই ব্যক্তি বিশেষে উন্নয়ন সাধন করে না। তারা সমাজেও বদল আনে। এক সময় যা একটা প্রকল্প ছিল। আজ তা পরিণত হয়েছে নেতৃত্বে। মোদী জমানায় গত ১১ বছরে দেশের চার স্তম্ভের উপর সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। তা হল দরিদ্র, কৃষক, যুব এবং নারী কল্যাণ।’

