Murder Case: মাকে নিগ্রহ করেছিল, মত্ত ব্যক্তিকে ‘খুন’ করে দেহ মায়ের পায়ে ফেলল ছেলে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 30, 2022 | 12:04 AM

Andhra Pradesh: অভিযুক্ত যুবকের মায়ের অভিযোগ, মত্ত ব্যক্তি রাস্তায় তাঁর হাত ধরে যৌনতার প্রস্তাব দিয়েছিল।

Murder Case: মাকে নিগ্রহ করেছিল, মত্ত ব্যক্তিকে খুন করে দেহ মায়ের পায়ে ফেলল ছেলে
প্রতীকী ছবি

Follow Us

বিশাখাপত্তনম: কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক মহিলা। রাস্তায় এক মত্ত ব্যক্তি তাঁকে নিগ্রহ করেন বলে অভিযোগ। কটূক্তির পাশাপাশি যৌন উত্তেজনামূলক টিপ্পনি কাটেন বলে অভিযোগ। এর পরই বাড়িতে এসে ছেলেকে সে কথা জানিয়েছিলেন মা। মাকে নিগ্রহের কথা শুনেই রেগে যান ২৩ বছরের যুবক। মত্ত ব্যক্তিকে তাড়া করে পিটিয়ে খুন করেন তিনি। তার পর রাস্তার মাঝখান দিয়ে দেহ টানতে টানতে নিয়ে আসেন বাড়ির সামনে। মায়ের পায়ের কাছে ফেলে দেন উত্ত্যক্তকারীর দেহ। সম্প্রতি ঘটনাট ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্য়ামেরায়।

পুলিশ জানিয়েছে, শ্রীনু নামের ৪৫ বছরের এক ব্যক্তি রবিবার সকালে মত্ত অবস্থায় ঘুরছিলেন বিশাখাপত্তনমের আল্লিপুরম এলাকায়। সে সময় গৌরী নামে ওই মহিলা বাড়ি ফিরছিলেন। তাঁকে মত্ত ব্যক্তি নিগ্রহ করেন বলে অভিযোগ। এরপর ছেলে প্রসাদকে এসে সে কথা বলেন ওই মহিলা।

তার পরই ২৩ বছরের প্রসাদ তাড়া করেন শ্রীনুকে। রাস্তার মধ্যে দিয়ে তাড়া করার দৃশ্য দেখা গিয়েছে সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ, শ্রীনুকে ধরে ইট পাথর দিয়ে থেতলে খুন করেন প্রসাদ। এর পর তাঁর দেহ রাস্তার মধ্য়ে দিয়ে টানতে টানতে নিয়ে আসেন। এই ঘটনার ভিডিয়োও ধরা পড়েছে রাস্তার থাকা সিসিটিভি ক্যামেরায়।

এক পুলিশ অফিসার বলেছেন, “মৃত শ্রীনু মত্ত অবস্থায় ছিলেন। গৌরীকে উত্ত্যক্ত করেছিলেন। শ্রীনু গৌরীর হাত ধরেছিলেন বলে অভিযোগ। এর পর গৌরীর ছেলে শ্রীনুকে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ।” ওই অফিসার আরও বলেছেন, “শ্রীনুকে খুন করে গৌরীর কাছে নিয়ে আসেন প্রসাদ। তাঁরা যখন দেখেন শ্রীনু মারা গিয়েছেন, তখন দেহ ফেলে ২ জনই পালিয়ে যান। এবং তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

Next Article