হিন্দন এয়ারবেস থেকে বাংলাদেশ ফিরে গেল কপ্টার, হাসিনা কোথায়?

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2024 | 12:08 PM

Sheikh Hasina: বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। গতকাল আশ্রয় নিয়েছিলেন ভারতে। এবার কোথায় যাচ্ছেন তিনি?

হিন্দন এয়ারবেস থেকে বাংলাদেশ ফিরে গেল কপ্টার, হাসিনা কোথায়?
উড়ল হাসিনার হেলিকপ্টার।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: হিন্দন এয়ারবেস থেকে উড়ল শেখ হাসিনার কপ্টার। সকাল ৯টা নাগাদ কপ্টারটি ওড়ে। এএনআই সূত্রের খবর, বাংলাদেশের দিকেই রওনা দিয়েছে কপ্টার। তবে ওই কপ্টারে নেই শেখ হাসিনা।

উত্তপ্ত বাংলাদেশ ছেড়ে সোমবারই ভারতে চলে আসেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তাঁর বোন রেহানা। বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করে সামরিক কপ্টার। সূত্রের খবর, রাতে হিন্দন এয়ারবেসেই ছিলেন শেখ হাসিনা ও তাঁর বোন।

তবে এএনআই সূত্রে খবর, সি১৩০জে কপ্টারে শেখ হাসিনা নেই। গতকাল শেখ হাসিনার সঙ্গে যে ৭ জন সেনা আধিকারিক এসেছিলেন, তাদের নিয়েই ফিরে যাচ্ছে কপ্টারটি। অর্থাৎ এখনও ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

গতকালই যখন দেশ ছেড়েছিলেন, তখন শোনা গিয়েছিল লন্ডনে আশ্রয় নিতে পারেন হাসিনা। কিন্তু ব্রিটেন সরকার আপাতত আশ্রয় দিতে রাজি নয়, এমনটাই সূত্রের খবর। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোথায় যাবেন, তার দিকেই নজর সকলের।

অসমর্থিত সূত্রের খবর, লন্ডনে আশ্রয় না পেলে, ইউরোপের কোনও দেশে আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, শেখ হাসিনার ছেলে সাজিদ ওয়াজেব জয় আমেরিকায় থাকেন। ভারতে থাকেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ। অন্যদিকে, হাসিনার বোন রেহানা ব্রিটিশ নাগরিক। তাঁর কন্যা ব্রিটেন সংসদের সদস্যও। ফলে রেহানার ব্রিটেনে আশ্রয় নিতে কোনও সমস্যা হবে না। তবে হাসিনা সেখানে আশ্রয় পাবেন নাকি, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

Next Article