Lalu Prashad Yadav: পশুখাদ্য কেলেঙ্কারিতে আবারও শ্রীঘরে! লালুকে সাজা শোনাল বিশেষ আদালত

Lalu Prasad Yadav: এবার লালুকে সাজা শোনাল বিশেষ সিবিআই আদালত, লালু প্রসাদ যাদবকে ৫ বছরের সাজা এবং ৬০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত।

Lalu Prashad Yadav: পশুখাদ্য কেলেঙ্কারিতে আবারও শ্রীঘরে! লালুকে সাজা শোনাল বিশেষ আদালত
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 3:04 PM

নয়া দিল্লি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prashad Yadav)। পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত পঞ্চম মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। গত সপ্তাহে মঙ্গলবার, ঝাড়খণ্ডের রাঁচির বিশেষ সিবিআই আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রাক্তন রেলমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা অবৈধভাবে নিয়েছিলেন। এবার লালুকে সাজা শোনাল বিশেষ সিবিআই আদালত, লালু প্রসাদ যাদবকে ৫ বছরের সাজা এবং ৬০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘদিন ধরেই পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেলবন্দি ছিলেন আরজেডি প্রধান। বেশ কিছুদিন আগে অসুস্থতার কারণে জেল থেকে ছাড়া পেয়েছিলেন প্রবীণ এই নেতা। এবারও খুব সম্ভবত ‘শ্রীঘরে’ যেতে পারেন লালু প্রসাদ যাদব।

লালুর আইনজীবী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এই আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারেন লালু। পাশাপাশি সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তাও খোলা রয়েছে বলেই জানিয়েছেন তিনি। লালুর আইনজীবীর দাবি, আরজেডি প্রধানকে ৬০ মাসের জেলের সাজা শোনানো হয়েছে কিন্তু তিনি ইতিমধ্যেই ৩৬ মাস জেলে কাটিয়ে ফেলেছেন। তাই সাজা কমানোর জন্য উচ্চতর আদালতে তাঁরা আবেদন করবেন।

এর আগে পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত আরও চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু। মোট ৯৫০ কোটি টাকার দুর্নীতির অবিযোগ রয়েছে লালু প্রসাদের বিরুদ্ধে। চাইবাসা ট্রেজারি থেকে ৩৭.৭ কোটি ও ৩৩.১৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ, দেওঘর ট্রেজারি থেকে ৮৯.২৭ কোটি টাকা ও দুমকা ট্রেজারি থেকে ৩.৭৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দুমকা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় লালু প্রসাদকে ৬০ লক্ষ টাকা জরিমানাও দিতে হয়। এর আগে লালুকে ১৪ বছরের সাজা শোনানো হলেও আপাতত তিনি জামিনে মুক্ত রয়েছেন।

সাড়ে তিন বছর জেলে কাটিয়েছেন লালু প্রসাদ। ২০১৭ সালের ডিসেম্ব মাস থেকে তাঁর জেল হয়। তবে কারাবাসের বেশিরভাগ সময়টাই লালু ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে ভর্তি ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে গত বছরের জানুয়ারি মাসে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। জানা গিয়েছে সিবিআই ওই মামলায় ১৭০ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছিল। লালু প্রসাদ ছাড়াও প্রাক্তন সাংসদ জগদীশ শর্মা, পশুপালন দফতরের সচিব বেক জুলিয়াস, পশুপালন দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. কে এম প্রসাদ ওই মামলার অন্যতম অভিযুক্ত।

আরও পড়ুন : Post Poll Violence: কেন ডাকা হল না তৃণমূল বিধায়ককে? সিবিআই-এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ সরকারের দাদা

আরও পড়ুন : Karnataka Hijab Row: হিজাব বিতর্কে নয়া মোড়, উল্টো পথে হেঁটে ইউনিফর্মের নিয়মই বাতিল করল কলেজ!

‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন