Mukul Sangma: যোগ দেবেন তৃণমূলে! জল্পনার মাঝেই দিল্লি যাচ্ছেন মুকুল সাংমা?

TMC in Meghalaya: ত্রিপুরা, গোয়ার পর এবার মেঘালয়েও অস্তিত্ব সম্প্রসারণ করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে নিয়ে চলছে জল্পনা।

Mukul Sangma: যোগ দেবেন তৃণমূলে! জল্পনার মাঝেই দিল্লি যাচ্ছেন মুকুল সাংমা?
তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে কী বলছেন মুকুল সাংমা (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2021 | 6:24 PM

নয়া দিল্লি: ২০২৪-এর লক্ষ্যে একের পর এক রাজ্যে বিস্তার বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল (TMC)। ত্রিপুরায় (Tripura) সংগঠন তৈরি হয়েছে ইতিমধ্যেই। গোয়া (Goa) থেকে তৃনমূলে যোগ দিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা। সূত্রের খবর, এবার মেঘালয়ের (Meghalaya) দিকে পা বাড়াচ্ছে ঘাসফুল শিবির। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সংমাকে (Mukul Sangma) নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সূত্রের খবর, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। আর এই জল্পনার মাঝেই দিল্লি যাচ্ছেন মুকুল। কংগ্রেস নেতাদের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার শেষ চেষ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জিইয়ে রাখলেন তিনি।

জানা গিয়েছে, আগামিকাল রবিবার দিল্লি যাচ্ছেন সাংমা। কিছু অন্তর্বতী সমস্যা মেটাতেই তিনি দিল্লি যাচ্ছেন বলে সূত্রের খবর। তৃণমূলের যোগ দেওয়ার জল্পনা কি সত্যি? এই প্রসঙ্গে মুকুল সংমা বলেন, ‘এটা বলতে আর একটু সময় লাগবে।’ সঠিক সূত্র থেকে খবর শোনার জন্য অপেক্ষা করার কথা বলেন তিনি। মুকুল ঘনিষ্ঠ এক নেতা জানান, বর্তমানে মেঘালয়ে কংগ্রেসের ১৭ জন বিধায়ক আছেন। ২০২৩-এ নির্বাচন। তাই সাংমা চাইবেন ১২ জন বিধায়ক যাতে তাঁকে সমর্থন করেন। মুকুল সাংমা বলেন, ‘অনেক তাড়াতাড়ি এই জল্পনা তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সঠিক সূত্র থেকে শুনলে তবেই সেই খবরের বিশ্বাসযোগ্যতা থাকে।’

জানা গিয়েছে, গত সপ্তাহে মঙ্গলবার রাতে কলকাতায় সাংমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রস্থ বৈঠক হয়েছে। এরপরই জল্পনা তৈরি হয় সাংমার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে। মেঘালয় ফিরে গিয়ে সাংমা তৃণমূলের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করেছেন বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, তৃনমূল নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত বৈঠকের পর তিনি কংগ্রেস ছাড়ার ঘোষণা করতে পারেন।

মুকুল সাংমা বর্তমানে মেঘালয়ের বিরোধী দল নেতা। সে রাজ্যে তিনিই কংগ্রেস পরিষদীয় দলের নেতা। মুকুল যদি তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সে ক্ষেত্রে অন্তত ১৩ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে। মুকুলকে ত্রিপুরার মঞ্চ থেকে যোগদান করানোর ভাবনা ছিল অভিষেকের। তবে সেখানে অভিষেকের সভা যাওয়া আপাতত স্থগিত হয়ে গিয়েছে। তাই যোগদান কোথায় হবে, তা ঠিক হয়নি। দুর্গাপুজোর পরে, কালীপুজোর আগে ত্রিপুরা যেতে পারেন অভিষেক।

কয়েকদিন আগেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও (Luizinho Faleiro) কলকাতায় এসে যোগ দেন তৃণমূলে। রীতিমতো সদলবলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলে এসেছেন তিনি। গত বুধবার প্রথমে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করেন কংগ্রেস নেতা লুইজিনহো। এরপরই তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।

আরও পড়ুন: Nusrat Jahan: ‘ছেলের কমপ্লেন থাকবে, মানুষেরও তো থাকতে পারে’, ৬ মাস পর বসিরহাটে পা রাখলেন সাংসদ

Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা