লখনউ: উত্তর প্রদেশের হাথরস জেলায় বড় বিপর্যয়। মঙ্গলবার (২ জুলাই) এক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই মহিলা বলে আশঙ্কা করা হচ্ছে। সিকান্দরারাও থানার অন্তর্গত ফুলরাই গ্রামে ‘ভোলে বাবা’ নামে পরিচিত এক ধর্মগুরু একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল। মৃতের তালিকায় রয়েছে বেশ কিছু শিশুও। সেই উপলক্ষ্যে সেখানে একটি বিশেষ তাঁবু স্থাপন করা হয়েছিল। ভক্তদের সামনে ওই ধর্মগুরুর ভাষণ দেওয়া শেষ হতেই, বের হওয়ার জন্য ভক্তদের মধ্যে হুডো়হুড়ি পড়ে যায়। ওই বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়ে পদদলিত হয়ে একের পর এক ভক্তের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
Warning: Disturbing video
At least 27 people, mostly women, died following stampede at a satsang in Hathras district of Uttar Pradesh. pic.twitter.com/4NVvVsmlqg
— Piyush Rai (@Benarasiyaa) July 2, 2024
মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য ইটা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ইটা-র চিফ মেডিক্যাল অফিসার, ডা. উমেশ কুমার ত্রিপাঠি জানিয়েছেন, ২৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এর মধ্যে দুজন পুরুষ, বাকিরা মহিলা বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইটার এসএসপি রাজেশ কুমার জানিয়েছেন, মৃতদের মধ্যে একজন পুরুষ, ৩জন শিশু এবং ২৩ জন মহিলা। কাজেই মৃতদের পরিচয় নিয়ে বিভ্রান্তি রয়েছে। এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্তত ১০০ জন সংজ্ঞা হারিয়েছিলেন। তাঁদের ট্রাকে এবং বাসে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সমযের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পদপিষ্ট হয়ে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। পাশাপাশি, জেলা প্রশাসনের আধিকারিকদের অবিলম্বে হাসপাতালে গিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার এবং ঘটনাস্থলে দ্রুত ত্রাণের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এডিজি আগ্রা এবং আলিগড়ের পুলিশ কমিশনারের নেতৃত্বে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। উত্তর প্রদেশ সরকার আরও জানিয়েছে, ওই ধর্মসভার আয়োজকদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হচ্ছে।
লোকসভায় বক্তৃতা দেওয়ার সময়ই এই বিপর্যয়ের খবর এসে পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। নিজের ভাষণেই তিনি এই ঘটনার হতাহতদের প্রতি সমবেদনা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “উত্তর প্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে অনেকেই মারা গিয়েছে। যাদের প্রাণ গিয়েছে, তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। রাজ্য সরকার উদ্ধারকাজে নিয়োজিত আছে। আমি আহতদের সব রকমভাবে সাহায্য করার আশ্বাস দিচ্ছি।” বলেছেন