Vaishno Devi stampede: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা! বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১২, আহত বহু

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 01, 2022 | 7:22 AM

Vaishno Devi stampede: ভোররাত থেকেই বাড়ছিল ভক্তের ভিড়। তখনই ঘটে দুর্ঘটনা। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

Vaishno Devi stampede: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনা! বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১২, আহত বহু
বছরের শুরুতেই ভয়াবহ ঘটনা জম্মুর বৈষ্ণো দেবীতে

Follow Us

জম্মু : নতুন বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনা জম্মুতে। ভক্তদের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত হয়েছে অন্তত ১২ জনের। আহত হয়েছেন অনেকে। শনিবার ভোররাত থেকেই জম্মু বৈষ্ণোদেবী মাতার মন্দিরে পুজো দিতেই ভিড় করেছিলেন বহু ভক্ত। আর সেখানেই পদপিষ্ট হন অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত বৈষ্ণোদেবী মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় কাটরায় অবস্থিত এই বৈষ্ণোদেবী মাতার মন্দির দেশের অন্যতন জনপ্রিয় তীর্থস্থান। প্রতি বছর বহু পূণ্যার্থীর সমাগম হয় এই মন্দিরে। স্বাভাবিকভাবেই বছরের শুরুতে প্রার্থনা জানাতে উপস্থিত হয়েছিলেন ভক্তরা। আচমকা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় পায়ের চাপে আহত হন বহু মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ১২। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। তার মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই বিষয়ে জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নরের সঙ্গে কথা বলেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মৃতদেপ পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ত্রিকূট পর্বতের ওপর অবস্থিত এই মন্দিরের গর্ভগৃহের বাইরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের তরফে সদস্যরা খবর পেয়েই পৌঁছন ঘটনাস্থলে। রাত ২ টো থেকেই ভিড় শুরু হয়েছিল বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, রাত ২ টো ৪৫ মিনিট নাগাদ এই অঘটন ঘটে। মন্দিরের ৩ নম্বর গেটের কাছে ঘটনাঘটে ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : Amit Shah in UP : ‘রাম মন্দির নির্মাণ বন্ধ করে দেখান’, বিরোধীদের কড়া বার্তা শাহের

Next Article