ওয়াশিংটন: প্রাপ্তবয়স্ক মানুষ নয়, তার থেকেও দ্রুতগতিতে করোনা সংক্রমণ ছড়ায় শিশুরা, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি গবেষণায়। সম্প্রতি আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণায় জানানো হয়েছে, শিশুদের মধ্যে ভাইরাসের পরিমাণ বেশি থাকায় , তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
গবেষণায় দেখা দিয়েছে, শিশুদের মধ্যে “ভাইরাল লোড” প্রাপ্তবয়স্কদের তুলায় অপেক্ষাকৃত বেশি থাকায় আরও দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। উল্লেখ্য, ভাইরাল লোড বলতে মানবদেহে ভাইরাস বহন করার ক্ষমতাকে বোঝায়।
গবেষণায় দেখা গিয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশু, যাঁরা করোনা সংক্রমিত হয়েছে ও স্বল্প বা মাঝারি উপসর্গ রয়েছে, তাদের নাকে ও গলায় ১০ থেকে ১০০ গুণ ভাইরাস বেশি থাকার আশঙ্কা।
যেহেতু শিশুদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, শিশুরা সংক্রমিত হলে তাঁদের আশেপাশে থাকা বাকিদের মধ্যেও সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায়।
এই কারণে শিশুদেরও দ্রুত টিকাকরণ করানো প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। ডোজ়ের পরিমাণ নির্দিষ্ট করে বর্তমানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যে টিকা দেওয়া হচ্ছে, তা দেওয়া সম্ভব। এরজন্য আলাদা করে ভ্যাকসিন তৈরির প্রয়োজন নেই।
বর্তমানে টিকা প্রস্তুতকারক সংস্থারা শিশুদের উপর ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করে দেখছেন। ইতিমধ্যেই ফাইজার ও মডার্না তাদের ট্রায়াল শুরু করে দিয়েছে। সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, বয়সের ভিত্তিতে টিকার ডোজ়ের সামঞ্জস্য বজায় রাখা হবে।
আরও পড়ুন: কোভিড টিকার স্বত্ব প্রত্যাহারে ভারতকেই সমর্থন আমেরিকার