Tripura Couple: নাবালিকার সঙ্গে প্রেম ছিল ২১ বছর বয়সী তরুণের, পুলিশ ডাকতেই এ কী কাণ্ড করে বসল…
Couple Died: অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই যুগলের হদিশ পায় পুলিশ। গোমতী জেলার শিলাচেরা থানা থেকে প্রায় ৩০ কিমি দূরে কাপ্তলীতে ওই যুগল গা ঢাকা দিয়েছিল।
আগরতলা: প্রেম জীবনে যে কোনও সময় আসতে পারে। প্রেমে পড়ার নির্দিষ্ট কোনও নিয়ম কানুন হয় না। কিন্তু অনেক সময়ে দেখা যায়, প্রেম থেকে অনেকের জীবনে নেমে আসে অন্ধকার, পরিণতি হয় মারাত্মক। ত্রিপুরার এক ঘটনায় প্রেমের কারণে এমন এক পরিণতি হয়েছে যুগলের, যা শুনলে অনেকেরই মন খারাপ হয়ে যাবে। উত্তর পূর্বের এই রাজ্যের গোমতী জেলায় আত্মঘাতী হয়েছেন এক যুগল। এক নাবালিকার সঙ্গে ২১ বছর বয়সী এক তরুণের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। থানার পক্ষ থেকে তাদের ডেকে পাঠানোয় বিষ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ওই যুগল। ১৭ বছর বয়সী ওই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার তাদের থানায় ডেকে পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার আনন্দ চাকমা নামের ওই তরুণ বেশ কিছুদিন ধরেই ধালাই জেলার বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সম্প্রতি ওই যুগল পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় নাবালিকার বাবা গন্ডাচেরা থানায় ওই তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, তাঁর নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই যুগলের হদিশ পায় পুলিশ। গোমতী জেলার শিলাচেরা থানা থেকে প্রায় ৩০ কিমি দূরে কাপ্তলীতে ওই যুগল গা ঢাকা দিয়েছিল। ওই যুগল এবং তাদের মা-বাবাকে শুক্রবার শিলাচেরা থানায় ডেকে পাঠান থানার ওসি শ্রীকান্ত রুদ্র পাল। পুলিশের তরফে ডাক পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে ওই যুগল, তাদের মনে হয়েছিল থানায় গেলে সমস্যা বাড়তে পারে। তাসত্ত্বেও তারা থানায় গিয়েছিলেন। সেখানে তারা বিষ খেয়ে আত্মহত্যা করেন। থানার ওসি জানিয়েছেন, “বিষ খেয়ে মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার রাতে গোমতী জেলা হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়। সোমবার আগরতলার জিবিপি হাসপাতালে ওই তরুণেরও মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি।”