নয়া দিল্লি: করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠলেও তৈরি হয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে মানসিক চিকিৎসা কেন্দ্রে যারা ভর্তি রয়েছেন, তাদের দ্রুত করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কেন্দ্রকে এই নির্দেশ দেয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের বেঞ্চ।
সম্প্রতি মহারাষ্ট্রের মানসিক চিকিৎসালয়গুলি থেকে রোগীদের ভিখিরিদের থাকার হোমে স্থানান্তরিত করার বিষয়টি নজরে আসতেই সুপ্রিম কোর্টের তরফে এই স্থানান্তকরণের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রের তরফে হাজির সলিসিটর জেনারেল মাধবী দিভানকে দ্রুত মানসিক হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে ভর্তি থাকা রোগীদের করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের বেঞ্চের তরফে বলা হয়, ” সামাজিক ন্যায় বিচার দফতর যেন দ্রুত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে আলোচনা করে এবং কীভাবে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে মানসিক চিকিৎসাধীন ব্যক্তিদের টিকাকরণ করানো যায়, সেই বিষয়ে সম্পূর্ণ পরিকল্পনা তৈরি করেন।”
আইনজীবী গৌরব কুমার বনসলের দাখিল করা আর্জির সঙ্গে সহমত হয়ে দেশের সমস্ত মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের করোনা পরীক্ষা করানোর নির্দেশও দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। একইসঙ্গে করোনাকালে মানসিক রোগীদের চিকিৎসা ও ওষুধ জোগাড়ের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তা যেন ভবিষ্যতে না হয়, সেই দিকটিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রকে।