গতকালই দেশে দৈনিক সংক্রমণ ৩৪ হাজারে নেমে এসেছিল, যা বিগত ১১১ দিনে সর্বনিম্ন সংক্রমণ ছিল। কিন্তু পরেরদিনই ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৩০ জনের। একদিনে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ হাজার ২৪০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ৬৬৫-এ। এরমধ্যে মোট করোনাজয়ীর সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ৫৩৪। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৯ হাজার ৯২০। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
আর্থিক অনটনের কারণে যে সমস্ত পড়ুয়ারা অনলাইন করতে পারছে না, তাদের পঠন পাঠনের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাটের ভদোদরা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষকরা। করোনা বিধি মেনেই তাঁরা প্রায় ৬৫০০ পড়ুয়াদের পড়াচ্ছেন।
Gujarat: Vadodara municipal schools teachers are reaching to poor students, who are facing difficulty in taking online classes, to educate them
"We're abiding COVID guidelines & 6500 students are getting benefit from this," says Principal, MG Primary School, Nagarwada (06.07) pic.twitter.com/Sffvd9YYkr
— ANI (@ANI) July 6, 2021
করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠলেও তৈরি হয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে মানসিক চিকিৎসা কেন্দ্রে যারা ভর্তি রয়েছেন, তাদের দ্রুত করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কেন্দ্রকে এই নোটিস দেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের বেঞ্চ।
বিস্তারিত পড়ুন: ‘মানসিক রোগীদেরও করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা করুন’, কেন্দ্রকে ‘সুপ্রিম’ নির্দেশ
অবশেষে জিমের দরজা খুলল পটনাবাসীর জন্য। করোনা সংক্রমণ কমতেই শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। সেই নিয়মের অধীনেই খুলল জিমও। প্রথম দিনেই একাধিক সদস্যকে দেখাবগেল শরীর চর্চা করতে।
Gyms open in Patna as Bihar government eases COVID19 restrictions
"This is a good decision by the government. Regular exercising helps boost immunity," says a gym enthusiast pic.twitter.com/ahgdZrKcXZ
— ANI (@ANI) July 7, 2021
ডেল্টা ভ্যারিয়েন্ট(Delta Variant)-র দাপট দেখা দিতেই নাকি কার্যকারিতা কমে গিয়েছে ফাইজ়ার ভ্যাকসিনের (Pfizer COVID-19 Vaccine)। অন্যদিকে আবার গুরুতর অসুস্থ হওয়া থেকে সুরক্ষা দিচ্ছে ফাইজ়ারের টিকা। এমনটাই জানানো হয়েছে ইজরায়েলের সরকারি নথিতে।
বিস্তারিত পড়ুন: সংক্রমণের হার বাড়লেও গুরুতর অসুস্থতা থেকে রক্ষা দিচ্ছে ফাইজ়ার, খুশি ইজরায়েল সরকার