নয়া দিল্লি: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ‘দুঃখজনক’, তবে এই ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। কুম্ভের দুর্ঘটনার জন্য উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করে যে মামলা করা হয়েছিল, তা আজ খারিজ করে দিল শীর্ষ আদালত। মামলাকারী আইনজীবী বিশাল তিওয়ারিকে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে।
গত ২৯ জানুয়ারি, মৌনি অমাবস্যার দিন মহাকুম্ভে পুণ্যস্নান করতে গিয়েই ভিড়ে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। আহত হন ৬০ জন। এত বড় ধর্মীয় মেলায় ব্যবস্থাপনার খামতির জন্য উত্তর প্রদেশ সরকারকেই দুষেছে বিরোধীরা। মৃতের সংখ্যাও লুকানো হচ্ছে বলে অভিযোগ। কুম্ভের এই অব্যবস্থাপনা নিয়েই জনস্বার্থ মামলা করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “মহাকুম্ভের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। কিন্তু এই মামলা নিয়ে হাইকোর্টে যান। ইতিমধ্যেই তদন্ত কমিশনও গঠন করা হয়েছে।”
রাজ্য সরকারের প্রতিনিধি প্রবীণ আইনজীবী মুকুল রোহতগীও শীর্ষ আদালতে জানান, পদপিষ্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়ে গিয়েছে। হাইকোর্টেও মামলা হয়েছে।