নয়াদিল্লি: তৃণমূল সাংসদের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য। ওই কুমন্তব্যকে সমর্থন জানিয়ে হাততালি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দুই তরুণীকে। অভিযোগ ওঠে, পুলিশি হেফাজতে তাঁদের বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে অভিযোগের তদন্তে পশ্চিমবঙ্গ ক্যাডারের ভিন রাজ্যের ৩ আইপিএসকে নিয়ে গঠন করে দেওয়া হল এসআইটি।
তিন সদস্যের SIT-র নেতৃত্বে থাকবেন ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) আকাশ মাঘারিয়া। এছাড়াও থাকবেন সাথী ভাঙ্গালিয়া এবং সুজাতা কুমারী বীণাপাণি। হাইকোর্টের নজরদারিতে চলবে তদন্ত। সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, প্রতি সপ্তাহে হাইকোর্টে তদন্তর অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। তদন্তের অগ্রগতি বিবেচনা করার জন্য এবং প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতিরা বলেন, নির্যাতিতারা নিজেদের নিরাপত্তার জন্য সিটের দ্বারস্থ হতে পারবেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সিটকে।
সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, সিবিআই-এর উপরে অপ্রয়োজনীয় বোঝা চাপানো হচ্ছে। এই নির্দেশের সুদূরপ্রসারি প্রভাব রয়েছে। একটা বার্তা যাচ্ছে যে রাজ্যের পুলিশ আধিকারিকরা এই ধরনের তদন্ত করার ক্ষেত্রে যোগ্য নয়। তাঁদের মনোবল এক্ষেত্রে ধাক্কা খাবে।