PM Modi Security Breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিঘ্নের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের ‘হুমকি’ ফোন

Threat calls to Supreme Court Lawyers: প্রাথমিকভাবে অভিযোগ উঠছে, খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ) এই হুমকি ফোন করেছে। অনেক আইনজীবীরাই অভিযোগ করছেন, তাঁরা সোমবার সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ একটি অটোমেটেড ফোন পান।

PM Modi Security Breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিঘ্নের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের 'হুমকি' ফোন
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2022 | 8:08 PM

নয়া দিল্লি : প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত (PM Narendra Modi Security Lapse) হওয়ার মামলায় এবার হুমকি ফোন আসার অভিযোগ। গুরুতর এই অভিযোগ জানিয়েছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবীরা। সোমবার আইনজীবীরা অভিযোগ করেছেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় পঞ্জাবের উড়ালপুলে আটকে থাকার ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মামলায় হুমকি ফোন পেয়েছেন। আইনজীবী দীপক প্রকাশ এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, এই ধরনের হুমকি জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতাকে প্রভাবিত করতে পারে।

প্রাথমিকভাবে অভিযোগ উঠছে, খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ) এই হুমকি ফোন করেছে। অনেক আইনজীবীরাই অভিযোগ করছেন, তাঁরা সোমবার সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ একটি অটোমেটেড ফোন পান। অভিযোগ, ওই ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করছে, প্রধানমন্ত্রীর ভাটিন্ডা থেকে ফিরোজপুরের যাত্রাপথে বিঘ্ন ঘটাতে কৃষকদের অবরোধের জন্য দায়ি ছিল এসএফজে গোষ্ঠী। উল্লেখ্য, সেদিন অবরোধ সরানোর জন্য ২০ মিনিট অপেক্ষা করার পর, প্রধানমন্ত্রী ভাটিন্ডায় ফিরে যান এবং তার সমস্ত কর্মসূচি বাতিল করেন।

ওই হুমকি ফোনে সতর্ক করে বলা হয়েছে, যে বিচারপতিরা মামলাটির শুনানিতে রয়েছেন, তাঁরা যেন শিখ কৃষকদের শাস্তি দিতে “প্রধানমন্ত্রী মোদীকে সাহায্য না করেন”। তারা ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসার কথাও উল্লেখ করেছে বলে অভিযোগ। তিনটি সদ্য বাতিল হওয়া কৃষি আইনের প্রতিবাদে বিগত বছরে যে শিখ কৃষকরা মারা গিয়েছেন, তাদের বিষয়েও সুপ্রিম কোর্ট কোনও মন্তব্য করেনি বলে দাবি করা হয়েছে ওই হুমকি ফোনে।

দীপক প্রকাশের অভিযোগ, “সব আইনজীবী সকাল থেকে এই ধরনের হুমকি ফোন পাচ্ছেন, যা ইঙ্গিত দেয় সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মামলা শুনলে তারা সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে পারে এবং শান্তি বিঘ্নিত করতে পারে।” সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠনের কোষাধ্যক্ষ নিখিল জৈন বলেন, তিনি +৪৪৭৪১৮৩৬৫৫৬৪ নম্বর থেকে একটি কল পেয়েছেন।

উত্তর প্রদেশ সরকারের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেছেন, তিনিও দুই বার ফোন পেয়েছেন। তাঁর কথায়, “আজ, আমি সহ অনেক সুপ্রিম কোর্টের আইনজীবী ব্রিটেনের একটি নম্বর থেকে ফোন পেয়েছেন। ফোনটিতে বিশেষভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রধানমন্ত্রী মোদীর কনভয় আটকানোর মামলার শুনানি থেকে বিরত থাকতে বলছিল।” তিনি আরও জানান, “এই বিষয়টি বিবেচনার প্রয়োজন। এটি একটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং আমি মনে করি সর্বোচ্চ কর্তৃপক্ষেরও এটি দেখা উচিত।”

সুপ্রিম কোর্টে আইনজীবী নিশান্ত কাত্নেশ্বরকর, যিনি একবার মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেছেন, তিনিও এই ধরনের ফোন পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন,”সকালে আমি ব্রিটেনের একটি নম্বর থেকে দু’বার ফোন পেয়েছি। সুপ্রিম কোর্টের বেশিরভাগ আইনজীবী এই ধরনের ফোন পেয়েছেন।”

এদিকে সুপ্রিম কোর্ট আজ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মামলায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্তের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে কেন্দ্র ও পঞ্জাব সরকারকে তাদের তদন্ত আপাতত বন্ধ রাখতে বলেছে।

আরও পড়ুন : Punjab Polls: ভোটে ইস্যু স্বচ্ছ প্রশাসন! ‘দুর্নীতি মুক্ত’ ভাবমূর্তিতে অকালি দল-কংগ্রসের তুলনায় এগিয়ে আপ