নয়াদিল্লি: দীপাবলির পর দিল্লিতে বায়ু দূষণ মাত্রা ছাড়িয়েছে। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল দিল্লি সরকার ও পুলিশ। আতশবাজির উপর নিষেধাজ্ঞা কেন মানা হয়নি, তা জানতে চাইল শীর্ষ আদালত। এবছর আতশবাজির উপর নিষেধাজ্ঞা নিয়ে কী কী পদক্ষেপ করা হয়েছিল, তা জানাতে দিল্লি সরকার ও পুলিশকে নোটিশ পাঠাল। আগামী বছর কী পরিকল্পনা রয়েছে, তাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।
দীপাবলির পর দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ মারাত্মক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলছে, কোথাও কোথাও প্রতি ঘনমিটার বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ ৪০০ মাইক্রোগ্রামের বেশি। যা খুবই চিন্তার বিষয়। এই নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানতে চায়, আতশবাজির উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? সেই নিয়ে রিপোর্ট দিতে দিল্লি সরকার ও পুলিশকে নির্দেশ দিল শীর্ষ আদালত।
আগামী বছর নিষেধাজ্ঞা যাতে কেউ লঙ্ঘন করতে না পারে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, তাও জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেন, “যাঁরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ করতে হবে। এমন কিছু করতে হবে, যাতে পরের বছর দীপাবলির সময় নিষেধাজ্ঞা লঙ্ঘন না হয়।” শুধু দীপাবলি নয়, সারা বছরই দিল্লিতে আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করা যায় কি না, তাও বিবেচনা করে দেখতে বলেছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর।