Supreme Court: কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে দিল্লি সরকারের মামলা গেল সাংবিধানিক বেঞ্চে, দ্রুত শুনানির আর্জি খারিজ

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jul 21, 2023 | 10:54 AM

Supreme Court: সুপ্রিম কোর্ট আগেই ৩৭০ ধারা খর্ব করা অর্থাৎ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার চ্যালেঞ্জের মামলার শুনানি শুরুর দিন স্থির করে দিয়েছে। আগামী ২ অগাস্ট, ২০২৩ থেকে এই মামলার শুনানি শুরু হবে।

Supreme Court: কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে দিল্লি সরকারের মামলা গেল সাংবিধানিক বেঞ্চে, দ্রুত শুনানির আর্জি খারিজ
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আমলা নিয়োগে কেন্দ্রের অর্ডিন্যান্সের চ্যালেঞ্জ করে দিল্লি সরকার (Delhi Government) যে আবেদন করেছিল, সেটা সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠিয়েছে। এদিকে, আগামী মাসের গোড়ায় ৩৭০ ধারা (Article 370) প্রত্যাহার বিষয়ক মামলাটির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। তাই এই মামলার শুনানির আগে অর্ডিন্যান্স বিষয়ক মামলার শুনানি করার ব্যাপারে দিল্লি সরকারের তরফে আর্জি জানান প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। কিন্তু, তাঁর সেই আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। যদিও এই মামলার শুনানি দ্রুত করার আর্জি জানিয়ে সিংভি জানান, এই মামলার শুনানি দেরি হলে দিল্লি প্রশাসন ‘পক্ষাঘাতগ্রস্ত’ হয়ে পড়বে। কিন্তু, তাঁর সেই যুক্তি গ্রাহ্য হয়নি।

আদালত সূত্রে জানা গিয়েছে, দিল্লির আমলাদের নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয় নিয়ে গত ১৯ মে কেন্দ্র একটা অর্ডিন্যান্স আনে। তারই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দিল্লির আপ সরকার। এদিন এই মামলার শুনানিতে দিল্লি সরকারের তরফে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি, কেন্দ্রের তরফে তুষার মেহতা এবং দিল্লির উপ-রাজ্যপালের তরফে হরিশ সালভে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট এদিন এই মামলাটি ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে স্থানান্তরিত করে দেয়। এরপরই এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান অভিষেক মনু সিংভি। কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

সুপ্রিম কোর্ট আগেই ৩৭০ ধারা খর্ব করা অর্থাৎ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার চ্যালেঞ্জের মামলার শুনানি শুরুর দিন স্থির করে দিয়েছে। আগামী ২ অগাস্ট, ২০২৩ থেকে এই মামলার শুনানি শুরু হবে। এপ্রসঙ্গে সিজেআই চন্দ্রচূড় জানান, ৩৭০ ধারা নিয়ে মামলার দিন কোনভাবে বদল করা যাবে না। ইতিমধ্যে এই মামলার শুনানির নোটিশ দেওয়া হয়েছে এবং আইনজীবীরাও প্রস্তুতি-প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। এর জবাবে সিংভি পাল্টা দিল্লির ৪৩৭ আমলার বদলি করা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু, তারপরেও মামলার দিন এগিয়ে আনা যাবে না বলে জানিয়ে দেন সিজেআই ডি.ওয়াই চন্দ্রচূড়। তবে শীঘ্রই এই মামলার শুনানির দিন স্থির করা হবে বলে জানিয়েছেন তিনি।

Next Article