নয়া দিল্লি: কোরানের ২৬টি আয়াত বাদ দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্ট(Supreme Court)-র দারস্থ হয়েছিলেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সইদ ওয়াসিম রিজভি। সোমবার এই আর্জির শুনানিতে ওয়াসিম রিজভির উপর ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি আরএফ নরিম্যান এই আর্জিকে “অত্যন্ত তুচ্ছ একটি আবেদন” বলেও আখ্যা দেন।
সম্প্রতি কোরানের ২৬টি আয়াত (Verses of Quran) নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি (Wasim Rizvi)। তাঁর অভিযোগ ছিল, ওই আয়াতগুলি জিহাদ ও সন্ত্রাস ছড়ায়। অতএব দেশের শান্তি, সম্প্রীতি বজায় রাখতে এই আয়াতগুলি যেন কোরান থেকে বাদ দেওয়া হয়।
তিনি আরও দাবি করেছিলেন, প্রাথমিকভাবে কোরানে এই আয়াতগুলি ছিল না, তা পরে যুক্ত করা হয়েছে। খলিফা হজরত মহম্মদের মৃত্যুর পর আবু বকর, হজরত উমর ও হজরত উসমান মিলে কোরান লিখে সেটিকে বই হিসেবে বের করেন। সেই সময়ই কোনও ভুল হয়েছিল।
২৬টিআয়াতের মধ্যে কোরানের দুটি আয়াতের উল্লেখ করে রিজভি আর্জিপত্রে বলেছিলেন, “একবার বলা হয়েছে, আল্লাহ-র বার্তা শান্তি, ঐক্য ও সৌভাত্রৃত্বের প্রচার করে। অন্যদিকে আরেকটি আয়াতে বলা হচ্ছে, আল্লাহের বিপরীত বার্তা হিংসা ও বিদ্বেষের প্রচার করে। পবিত্র কোরানেই ঈশ্বরের দুই ধরনের বার্তা কেন দেওয়া হয়েছে?”
এ দিন সেই আর্জির শুনানিতেই বিচারপতি আরএফ নরিম্যান, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ জানায়, এটি অত্যন্ত তুচ্ছ একটি বিষয়। বিচারপতি নরিম্যান শুনানির শুরুতেই কাউন্সিলকে প্রশ্ন করেন, “সত্যিই আপনি এই বিষয়ে পিটিশন দাখিল করতে চান?”
এর জবাবে রিজভির তরফে হাজির আইনজীবী আরকে রায়জাদা জানান, কোরানের এই ২৬টি আয়াত ইসলামে অবিশ্বাসীদের প্রতি হিংসা ছড়ানোর বার্তা দেয়। শিশুদের একম অল্প বয়স থেকেই মাদ্রাসায় বন্দি করা হয়। পড়ুয়াদের সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকেও লিখিতভাবে আবেদন জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও শীর্ষ আদালতের তরফে রিজভির এই আর্জিকে খারিজ করে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
আরও পডুন: ঘাটে উপচে পড়া ভিড়, সামাজিক দূরত্ব শিকেয় তুলে পুণ্য অর্জনে কুম্ভে চলছে শাহি-স্নান