Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিড়েই চিঁড়ে চ্যাপ্টা করোনা! পুণ্য অর্জনে কুম্ভে চলছে শাহি-স্নান

কুম্ভমেলায় অংশগ্রহণকারীদের বাধ্যতামূলকভাবে করোনার নেগেটিভ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট।

ভিড়েই চিঁড়ে চ্যাপ্টা করোনা! পুণ্য অর্জনে কুম্ভে চলছে শাহি-স্নান
কুম্ভমেলায় দর্শনার্থীদের ভিড়। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2021 | 5:31 PM

হরিদ্বার: দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লাখের গণ্ডি পার করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক রাজ্য জারি করছে নৈশ কার্ফু বা লকডাউন। এই পরিস্থিতিতেই সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল উত্তরাখণ্ডে। মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্বের বালাই নেই, কুম্ভমেলায় পুণ্যার্থীদের ভিড় সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ ও প্রশাসন।

গত ১ এপ্রিল থেকে হরিদ্বারে শুরু হয়েছে কুম্ভমেলা। আগামী ৩০ এপ্রিল অবধি চলবে এই মেলা। প্রতি ১২ বছর অন্তর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে দীর্ঘ চার মাস ধরে চলত কুম্ভ মেলা। তবে এ বার করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই সেই সময়সীমা কমিয়ে এক মাস করা হয়েছে।

এপ্রিল থেকে শাহি পুণ্যস্নান শুরু হলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই সাধু-সন্ন্যাসীরা ভিড় জমিয়েছে হরিদ্বারে। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। গত মাসেই কেন্দ্রীয় দল রাজ্য পরিদর্শনে যায়। জমা দেওয়া রিপোর্টে বলা হয়, প্রতিদিন ১০ থেকে ২০ জন পুণ্যার্থী ও একইসংখ্যক স্থামীয় বাসিন্দারা করোনা আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে উত্তরাখণ্ডের স্বাস্থ্যসচিবকেও চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

রাজ্য সরকারের তরফে কুম্ভস্নানে অংশ নিতে আসা পুণ্যার্থীদের বাধ্যতামূলক করোনার নেগেটিভ রিপর্ট জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হলেও গঙ্গার ঘাটে সেই নিয়মবিধিকে রোজই বুড়ো আঙুল দেখাচ্ছে আগত দর্শনার্থীরা। সামাজিক দূরত্বের কথা ভুলে একে অপরের গায়ের উপর উঠেই গঙ্গায় ডুব লাগিয়ে পুণ্য অর্জন করছেন তারা।

এই বিষয়ে উত্তরাখণ্ডের ইন্সপেক্টর জেনারেল সঞ্জয় গুঞ্জল জানান, তাঁরা আগত দর্শনার্থীদের বারবার করোনাবিধি অনুসরণ করার অনুরোধ জানালেও গঙ্গার ঘাটগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। জোর করে সামাজিক দূরত্ব জারি করতে গেলে পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ডিজিপি অশোক কুমার বলেন, “করোনা সংক্রমণের কারণে এ বার পুণ্যার্থীর সংখ্যা প্রায় ৫০ শতাংশ কম। সম্পূর্ণরূপে সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলেও প্রতিবার গঙ্গাস্নানের মাঝে আধ ঘণ্টার ব্যবধান রাখা হচ্ছে। ওই সময়ে গঙ্গার ঘাট ও আখড়াগুলির সাফ-সাফাই করা হচ্ছে।”

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩৩ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। ব্যপক হারে করোনা পরীক্ষা করা হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

আরও পড়ুন: বাজারে অমিল রেমিডেসিভির, বিনামূল্যে বিতরণ হচ্ছে বিজেপি কার্যালয় থেকে!

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'