নয়া দিল্লি: আগামিকাল কৃষি আইন কার্যকরের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করতে চলেছে সুপ্রিম কোর্ট। সোমবার কৃষি আইনে বৈধতা ও কৃষক আন্দোলনের অবস্থান নিয়ে একাধিক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলার শুনানির শুরু থেকেই প্রধান বিচারপতি এস এ বোবদে কেন্দ্রকে কড়া ভাষায় সমালোচনা করে। একইসঙ্গে আইন কার্যকরের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করার প্রস্তাবও দেয়।
প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম এবং বিচারপতি এ বোপান্নার বেঞ্চে শুনানির সময় অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আইন কার্যকর করার সিদ্ধান্তে আপনারা স্থগিতাদেশ জারি করবেন কিনা বলুন, নয়তো আমরা আমরা করব।” কেন্দ্র ও কৃষক পক্ষের বক্তব্য শোনার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, “আইনে স্থগিতাদেশ ও আইন কার্যকর করার মধ্যে ফারাক রয়েছে। যদি রক্তক্ষয়ী কোনও ঘটনা ঘটে, তবে কে দায়ী থাকবে?”
সরকারের ভূমিকার সমালোচনা করেও প্রধান বিচারপতি বলেন, “সরকার যেভাবে কৃষক আন্দোলনের পরিস্থিতি সামাল দিচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক। আমরা জানিনা আপনারা কোন পদ্ধতি অনুসরণ করে এই আইন কার্যকর করেছেন, বহু রাজ্যে আন্দোলন শুরু হয়েছে।” কৃষকদের আত্মহত্যা এবং প্রবল ঠান্ডাতেও বয়স্ক ও মহিলা আন্দোলনকারীদের বসে থাকার কথা উল্লেখ করেও কেন্দ্রের সমালোচনা করে শীর্ষ আদালত।
আরও পড়ুন: গান্ধীর হত্যাকারী গডসের নামে গ্রন্থাগার!
প্রধান বিচারপতি আরও যোগ করে বলেন, “আমরা আমরা এই সমস্যার একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান চাই। এইজন্যই আমরা শেষবারও আইনের উপর স্থগিতাদেশ জারি করার কথা বলেছিলাম। কিন্তু আপনারাই সময় চেয়েছিলেন। যদি আপনাদের মধ্যে সামান্য দায়িত্ববোধটুকুও থাকে এবং যদি আপনারা আইন কার্যকর প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেন, তবে আমরা কমিটি গঠন করা সিদ্ধান্ত নেব। যেনতেন প্রকারে আইন কার্যকর করার কারণ কী, তা বুঝতে পারছি না।”
তবে কেন্দ্রের তরফে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতা আইন কার্যকরের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করার বিরোধিতা করেন এবং কমিটির সদস্য নির্বাচনের জন্য একদিনের সময় চেয়ে নেন। অন্যদিকে, কৃষক পক্ষের তরফে হাজির আইনজীবী দুশ্যন্ত দাভে কমিটির সদস্য হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধার নাম উল্লেখ করেন।
আগামিকাল সুপ্রিম কোর্ট কৃষি আইন কার্যকর করার সিদ্ধান্তে স্থগিতাদেশ সম্পর্কে রায় ঘোষণা করবে। একইসঙ্গে কৃষি আইন নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: ভ্যাকসিন পেতে রাজনীতিবিদরা যেন বেশি লম্ফঝম্ফ না করেন: প্রধানমন্ত্রী