Surrogacy of Cow: ল্যাবরেটরিতে তৈরি ভ্রূণ স্থাপন করা হল গরুর গর্ভে, জন্ম বিরল প্রজাতির বাছুরের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 20, 2023 | 2:48 PM

Surrogacy of Cow: এই প্রজাতির গরু আকারে পৃথিবীর সবচেয়ে ছোট। সাধারণ গরুর তুলনায় আকারে অনেক ছোট হয় এরা। মাত্র ৩ ফুট পর্যন্ত লম্বা হয়। এই জাতের মাত্র ১৮০ থেকে ২০০টি গরু রয়েছে বিশ্বে। এই গরুর দুধও অত্যন্ত দামী।

Surrogacy of Cow: ল্যাবরেটরিতে তৈরি ভ্রূণ স্থাপন করা হল গরুর গর্ভে, জন্ম বিরল প্রজাতির বাছুরের
প্রতীকী ছবি
Image Credit source: twitter

Follow Us

অন্ধ্র প্রদেশ: বর্তমানে বিজ্ঞানের কল্যাণে অসম্ভবকেও কার্যত সম্ভব করা যায়। মানব সন্তান জন্মের ক্ষেত্রে বিজ্ঞানের দুনিয়ায় বিপ্লব এসেছে অনেক আগেই। এবার অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও তা সম্ভব হচ্ছে। ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ বিষয়টা সম্পর্কে অনেকেই জানেন। শরীর থেকে ডিম্বাণু সংগ্রহ করে ল্যাবরেটরি বা গবেষণাগারে তৈরি করা হয় ভ্রূণ। সেই ভ্রূণ মায়ের গর্ভে স্থাপন করা হয়। এই পদ্ধতিতে বহু মহিলাই বর্তমানে সন্তানের জন্ম দেন। এবার এই একই পদ্ধতিতে জন্ম হল এক বাছুরের। গরুর গর্ভে স্থাপন ভ্রূণ স্থাপন করে সেই বিরল ঘটনা ঘটালেন পশু চিকিৎসকেরা। অন্ধ্র প্রদেশের আন্নামাইয়া জেলায় দিন সাতেক আগে জন্ম হয়েছে ওই বাছুরের। সে সুস্থ আছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

পুঙ্গানুর প্রজাতির বাছুরের জন্ম হয়েছে এই পদ্ধতিতে। রাষ্ট্রীয় গোকুল মিশনের তত্ত্বাবধানে হয় ওই পুরো প্রক্রিয়া। গত ৪ মার্চ শেট্টিগুন্টা গ্রামে এক গরুর গর্ভে প্রবেশ করানো হয় ভ্রূণ।

প্রক্রিয়াটির তত্ত্বাবধানে থাকা ডাঃ প্রতাপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত রবিবার পুঙ্গানুর জাতের একটি বাছুর প্রসব করেছে গাভী। তিনি বলেন, যে বাছুর জন্মেছে, সে সম্পূর্ণ সুস্থ। দেশে এই প্রথম ইনভিট্রো ফার্টিলাইজেশন বা ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে পুঙ্গানুর বাছুরের জন্ম হয়েছে। ৫ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ করে এভাবে গবাদি পশুর সংখ্যা বাড়ানো যেতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

পুঙ্গানুর প্রজাতির গরু আকারে পৃথিবীর সবচেয়ে ছোট। সাধারণ গরুর তুলনায় আকারে অনেক ছোট হয় এরা। মাত্র ৩ ফুট পর্যন্ত লম্বা হয়। এই জাতের মাত্র ১৮০ থেকে ২০০টি গরু রয়েছে বিশ্বে। এই গরুর দুধও অত্যন্ত দামী। এক লিটার পুঙ্গানুর গরুর দুধের দাম ৩০০ টাকা পর্যন্ত। এই বিরল জাতের প্রতিটি গরুর দাম ২০ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করা যায়। এরা খুব অল্প পরিমাণে ঘাস খায়। প্রতিদিন ৩ লিটার পর্যন্ত দুধ দেয়।

গত বছর, একই পদ্ধতিতে তিরুপতিতে বাছুরের জন্ম হয়েছিল। সেই সময় এসভি ভেটেরিনারি ইউনিভার্সিটির আইভিএফ ল্যাবে কৃত্রিমভাবে ভ্রূণ তৈরি করা হয়েছিল। পরে গরুর জরায়ুতে সেটি প্রবেশ করানো হয়।

Next Article