Delhi Election 2025: আপের পাশে তৃণমূল, পাল্টা ব্যাট ধরল বঙ্গ বিজেপি! দিল্লির ভোটেও ‘জ্বলজ্বলে’ মমতা বনাম শুভেন্দু!

Jyotirmoy Karmokar | Edited By: Avra Chattopadhyay

Jan 29, 2025 | 2:32 PM

Delhi Election 2025: পাল্টা কিন্তু থেমে থাকেনি মমতা-শিবিরও। দিল্লির শরিকের হয়ে প্রচারে নামতে চলেছে তৃণমূলও। আগামী মাসের এক-দুই তারিখ করেই রাজধানীতে যেতে চলেছেন তৃণমূলের লোকসভা সাংসদ শত্রুঘ্ন সিনহা।

Delhi Election 2025: আপের পাশে তৃণমূল, পাল্টা ব্যাট ধরল বঙ্গ বিজেপি! দিল্লির ভোটেও জ্বলজ্বলে মমতা বনাম শুভেন্দু!
বাঁদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, ডান দিকে শুভেন্দু অধিকারি
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: দিল্লির নির্বাচনেও মমতা বনাম শুভেন্দু। গতকাল বিজেপি প্রার্থী দুষ্মন্ত গৌতমের হয়ে ভোট প্রচারে রাজধানীতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবার দিন পেরতেই ‘দিল্লি চলো’ ডাক শুভেন্দুর মুখেও। আজ রাজধানীতে দলের হয়ে প্রচারে যেতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

পাল্টা কিন্তু থেমে থাকেনি মমতা-শিবিরও। দিল্লির শরিকের হয়ে প্রচারে নামতে চলেছে তৃণমূলও। আগামী মাসের এক-দুই তারিখ করেই রাজধানীতে যেতে চলেছেন তৃণমূলের লোকসভা সাংসদ শত্রুঘ্ন সিনহা। আপের দুই তারকা প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তিনি। নয়াদিল্লির আপ প্রার্থী অরবিন্দ কেজরীবাল ও কালকাজি বিধানসভা কেন্দ্রের আপ প্রার্থী মুখ্যমন্ত্রী অতিশি মারলেনার হয়ে ভোটপ্রচার করবেন শত্রুঘ্ন। দল সূত্রে খবর, পূর্বাঞ্চলীয় ভোটার অধ্যুষিত এলাকায় তৃণমূল সুপ্রিমোর নির্দেশে প্রচারকাজে যাচ্ছেন ‘বিহারি বাবু’।

তবে শুধুই তৃণমূল নয়। আপের হয়ে দিল্লির রাজনৈতিক পিচে ব্য়াট ধরতে মরিয়া উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টিও। জানা গিয়েছে, সম্ভবত আপের সমর্থনে রাজধানীতে খুব শীঘ্রই প্রচারে আসতে পারেন সপা প্রধান অখিলেশ যাদবও।

প্রসঙ্গত, আপের হয়ে দুই জোট শরিক ব্যাট ধরলেও, কংগ্রেসের হাত কিন্তু খালি হয়েই পড়ে রয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। শীতকালীন অধিবেশন থেকেই ইন্ডিয়া জোটে কার্যত কোণঠাসা হয়ে পড়ছে তারা। মূলত, বিধানসভা ভোটগুলিতে ধাক্কা খাওয়ার পর থেকেই সর্বভারতীয় কংগ্রেসের প্রতি সমীহ কমেছে আঞ্চলিক দলগুলির। আর কংগ্রেসে জায়গা দখল করেছে তৃণমূল।

ইন্ডিয়া জোটে তৃণমূলই প্রথম দল, যাদের সঙ্গে কংগ্রেসের কোনও নির্বাচনী সমঝোতা নেই। বরাবরই রাজ্যের রাজনীতিতে কংগ্রেস বিরোধী সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। এবার সেই সুর দিল্লির অলিগলিতে বইতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।