DMK in Delhi: দক্ষিণের গণ্ডি পার করে দিল্লিতেও ঘাঁটি বানালেন স্ট্যালিন, একমঞ্চে আনলেন সনিয়া-অখিলেশকেও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 03, 2022 | 10:50 AM

DMK in Delhi: উদ্বোধনী অনুষ্ঠানেই এক মঞ্চে মুখোমুখি হলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা। 

DMK in Delhi: দক্ষিণের গণ্ডি পার করে দিল্লিতেও ঘাঁটি বানালেন স্ট্যালিন, একমঞ্চে আনলেন সনিয়া-অখিলেশকেও
ডিএমকে-র দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে বিরোধী নেতারা। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: বদলাচ্ছে রাজনীতির সমীকরণ। রাজ্যের গণ্ডি পার করে জাতীয় রাজনীতিতেই পা রাখতে আগ্রহী ছোট-বড় আঞ্চবিক দলগুলি। ইতিমধ্যেই আম আদমি পার্টি দিল্লির সীমানা পার করে পঞ্জাবের মাটিও জয় করেছে। একইভাবে বিস্তারের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসও। এই রাজনৈতিক দলগুলির দেখাদেখি এবার দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে দিল্লিতে পা রাখল ডিএমকে(DMK)। দলের প্রধান নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) হাত ধরেই দিল্লিতে উদ্বোধন করা হল ডিএমকে-র দলীয় কার্যালয়ের। আর এই উদ্বোধনী অনুষ্ঠানেই এক মঞ্চে মুখোমুখি হলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী(Sonia Gandhi), সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav), সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা।

দ্রাবিড় মুন্নেত্রা কাজ়াগাম, যা সংক্ষেপে ডিএমকে নামেই পরিচিত, তার প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন শনিবারই দিল্লিতে তাদের দলের নতুন দলীয় কার্যালয় “আন্না কালাইগনার আরিভালায়াম”-র উদ্বোধন করেন। এই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সনিয়া গান্ধী। তাঁর সঙ্গেই দলীয় কার্যালয়ের একটি অংশ উদ্বোধন করেন এমকে স্ট্যালিন। এছাড়াও তৃণমূল কংগ্রেস, টিডিপি, সিপিআই, বিজেডি ও সাদের মতো দলকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাদের প্রতিনিধিরা যোগও দিয়েছিলেন।

উল্লেখ্য, তিনদিনের সফরে বৃহস্পতিবার দিল্লি এসেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। প্রথমদিনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এবং কেন্দ্রের কাছে শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের সাহায্যের আর্জি জানান। তিনি জানান, শ্রীলঙ্কায় যে চরম আর্থিক সঙ্কট দেখা দিয়েছে, তা এড়াতেই বহু মানুষ সমুদ্রপথে তামিলনাড়ুতে আসছেন। কেন্দ্রের তরফে তাদের যাতে কোনও ব্যবস্থা করা হয় সেই আর্জি জানান তিনি। ১৪ পয়েন্টের একটি দাবিও জমা দেন।

এছাড়াও তিনি দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়করির সঙ্গে। শুক্রবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গয়ালের সঙ্গে দেখা করেন। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে সরকারি স্কুল ও মহল্লা ক্লিনিকগুলি ঘুরে দেখেন।

আরও পড়ুন: Petrol-Diesel Price Today: ১৩ দিনে ১১ বার দাম বেড়ে সেঞ্চুরি ডিজেলেরও! কলকাতায় কত হল জ্বালানির দাম, জানুন… 

Next Article