নির্বাচনের আগেই রাজ্যে উর্ধ্বমুখী সংক্রমণ, সামাল দিতে মেয়াদ বাড়ল ‘লকডাউন’ বিধির

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 01, 2021 | 3:38 PM

মাস্ক (Mask) না পরলে ও রাস্তায় থুতু ফেললে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে তামিলনাড়ু (Tamil Nadu) প্রশাসন। এছাড়াও অফিস, দোকান, শিল্প প্রতিষ্ঠান খোলার রাখার সময়ও বেঁধে দেওয়া হয়েছে।

নির্বাচনের আগেই রাজ্যে উর্ধ্বমুখী সংক্রমণ, সামাল দিতে মেয়াদ বাড়ল লকডাউন বিধির
করোনা নিয়ন্ত্রণে কড়া সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের।

Follow Us

চেন্নাই: নতুন বছরেও পিছু ছাড়েনি করোনা (COVID-19)। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র, কেরলের সঙ্গে পাল্লা দিচ্ছে তামিলনাড়ু(Tamil Nadu)-ও। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই প্রায় লকডাউন(Lockdown)-র মতোই কড়া কোভিডবিধি জারি করেছিল রাজ্য প্রশাসন, সংক্রমণ বৃদ্ধি পেতেই তার মেয়াদ আগামী ৩১ মার্চ অবধি বৃদ্ধি করা হল।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আগেই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ একাধিক করোনাবিধি জারি করেছিল তামিলনাড়ু সরকার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪৭৯ জন করোনা আক্রান্ত হওয়ায় মেয়াদ বাড়ানো হল সেই নির্দেশিকার।

আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে হতে চলেছে বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election 2021)। একইদিনে প্রতিবেশী কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতেও নির্বাচন। তার আগেই করোনা সংক্রমণে রাশ টানতে ৩১ মার্চ অবধি লকডাউনের নিয়মবিধির মেয়াদ বাড়ানো হল।

রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি না করা হলেও যান চলাচল, বিভিন্ন দফতরের কাজের সময়ে রাশ টানা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, পূর্ব নির্ধারিত সময় অবধিই অফিস, দোকান, শিল্প প্রতিষ্ঠানগুলি খোলা রাখা যাবে। নিয়মভঙ্গকারীদের চিহ্নিত করতে পুলিশ ও মিউনিসিপাল কর্তৃপক্ষকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে লালা-মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ১০ মার্চ

আন্তর্জাতিক যাত্রীদের রাজ্যে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। একইসঙ্গে ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী মহিলা ও ১০ বছরের নীচের শিশুদের বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত পাবলিক প্লেস, কর্মস্থল ও যেকোনও যানবাহনে যাতায়াতের সময় মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে মানতে হবে সামাজিক দূরত্বও।

মাস্ক না পরলে ও রাস্তায় থুতু ফেললে জরিমানার কথাও জানিয়েছে তামিলনাড়ু সরকার। যেকোনও জায়গায় প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে বলেও জানিয়েছে প্রশাসন। এছাড়াও অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানে নিয়মিত স্যানিটাইজেশন করার নির্দেশও দেওয়া হয়েছে।

কোনও এলাকায় একাধিক করোনা রোগীর খোঁজ মিললে সেই এলাকাকে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী কন্টেনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করতে হবে বলেও জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: করোনাকে বাগ মানাতে একাধিক জেলায় কার্ফু, লকডাউন না চাইলেও ‘বাধ্য’ মুখ্যমন্ত্রী

Next Article