গিয়েছিল চাকরি, অফিসে ফোন করে বোমার হুমকি প্রাক্তন কর্মীর

এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। ঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্ত করে দেখেছে, টিসিএস-এর এক প্রাক্তন কর্মীই ফোন করে বোমাতঙ্ক ছড়িয়েছেন। কিন্তু টিসিএস থেকে চাকরি চলে যায় তাঁর। এর জেরেই ওই মহিলা কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন বলে জেরায় উঠে এসেছে।

গিয়েছিল চাকরি, অফিসে ফোন করে বোমার হুমকি প্রাক্তন কর্মীর
টিসিএস অফিস
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 12:07 AM

বেঙ্গালুরু: বোমাতঙ্কের কল ঘিরে ব্যাপক হইচই পড়ে গেল টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)-এর বেঙ্গালুরু অফিসে। বেঙ্গালুুরুর ইলেক্ট্রনিক্স সিটি অফিসে মঙ্গলবার সকালে একটি ফোন কল এসেছিল বলে জানিয়েছে পুলিশ। সেই ফোন কলে বোমায় ওই অফিস উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই তথ্য প্রযুক্তি সংস্থার বেঙ্গালুরুর অফিসে। আসে বোমাতঙ্ক। যদিও অফিস থেকে কোনও বোমা উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। ঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্ত করে দেখেছে, টিসিএস-এর এক প্রাক্তন কর্মীই ফোন করে বোমাতঙ্ক ছড়িয়েছেন। কিন্তু টিসিএস থেকে চাকরি চলে যায় তাঁর। এর জেরেই ওই মহিলা কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন বলে জেরায় উঠে এসেছে।

ওই মহিলা কর্মীর বাড়ি বেঙ্গালুরু থেকে ৫০০ কিলোমিটার দূরে। তিনিই টিসিএসে কর্মরত এক গাড়িচালককে ফোন করে বলেছিলেন টিসিএস ক্যাম্পাসের ব্লক-বিতে বোমা রাখা আছে। কাজ করার সুবাদে ওই মহিলাকর্মীকে চিনতেন ওই চালক। তদন্তে নেমে ওই মহিলার সঙ্গে কথা বলেছে পুলিশ। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে।