তিরুপতি: রাজ্যে ঢুকতে দিচ্ছে না পুলিশ, তাই বিমানবন্দরেই বসে থাকলেন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। অন্ধ্র প্রদেশ(Andhra Pradesh)-র পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়া ঘিরে জুলুমবাজির অভিযোগ উঠেছে ওয়াইএসআরসি(YSRC)-র নেতাদের বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা টিডিপি(TDP) প্রার্থীদের মনোয়ন পত্র প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে। এরই প্রতিবাদে সোমবার চিত্তোর ও তিরুপতিতে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা এন চন্দ্রবাবু নাইডু। তবে বিমানবন্দরেই তাঁকে আটকে দিল পুলিশ। বাধা পেয়ে মাটিতেই বসে পড়লেন তিনি।
শাসকদলের জুলুমবাজির বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা আগেই করেছিল তেলেগু দেশম পার্টি (Telugu Desham Party)। রবিবারই টিডিপির জেলা সভাপতি ভেঙ্কটমণি প্রসাদ চিত্তোর পুলিশের কাছে প্রতিবাদ কর্মসূচির অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছিলেন। মধ্যরাতে সেই আবেদন নাকচ করে দেয় পুলিশ। একইভাবে তেলেগু দেশম পার্টির অপর নেতা এম সুগুনাম্মার আবেদনও খারিজ করে দেয় তিরুপতি পুলিশ। এদিকে, সকালে সাড়ে ন’টা নাগাদ হায়দরাবাদ থেকে তিরুপতির রেনিগুন্টা বিমানবন্দরে হাজির হন বিরোধী দলনেতা এন চন্দ্রবাবু নাইডু।
আরও পড়ুন: কোভ্যাকসিন নিলেন মোদী, টিকা নিয়ে নার্সদের কী বললেন তিনি?
বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে বাধা দেয় তিরুপতি ও চিত্তোর জেলা পুলিশ। বলা হয়, নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি হয়ে যাওয়ায় ও করোনাবিধি অনুযায়ী তাঁকে রাজ্যে প্রতিবাদ কর্মসূচি চালানোর অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপরই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় চন্দ্রবাবু নাইডুর। তাঁকে বলা হয়, তিরুপতিতে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। তিনি যেন হায়দরাবাদেই ফিরে যান। এদিকে, নাইডু বলেন, তিরুপতি ও চিত্তোর আসার জন্য তিনি ইতিমধ্যেই জেলাশাসকের কাছ থেকে অনুমতি নিয়েছেন। কিন্তু পুলিশের দাবি, তাঁদের হাতে এমন কোনও নির্দেশিকা আসেনি।
এরপরই তিনি বিমানবন্দরের মেঝেতেই বসে পড়েন। পুলিশ আধিকারিকরা তাঁর কাছে হাত জোড় করে অনুরোধ করলেও তিনি নিজের অবস্থানেই অনড় থাকেন। গোটা ঘটনাটি টুইট করে তিনি লেখেন, “আমাদের আটকানো যাবে না, চুপ করানো যাবে না। আমার মানুষদের কাছে পৌঁছনো থেকে আপনাদের রাজনৈতিক কোনও প্রচেষ্টাই বাধা দিতে পারবে না।”
We will not be stopped.
We will not be silenced.
Your fear-driven, state-sponsored vendetta won’t stop me from reaching out to my people.
Grow up, @ysjagan #Chittoor #AndhraPradesh pic.twitter.com/N6fJP7qSaJ— N Chandrababu Naidu (@ncbn) March 1, 2021
এদিকে, সূত্র অনুযায়ী, টিডিপি প্রধানকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসার কথা ছিল স্থানীয় নেতাদের। একথা জানতে পেরেই পুলিশ বিভিন্ন টিডিপি নেতাদের গৃহবন্দি করে এবং কয়েকজনকে আটকও করা হয়।
আরও পড়ুন: ভ্যাকসিন নিচ্ছেন নরেন্দ্র মোদী, দেখে নিন সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি