AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deepak Prakash: রাজি ছিলেন না নীতীশ-শাহ! ভোটে না লড়েই মন্ত্রিত্ব পেলেন সাংসদ পুত্র

Bihar New Panchayati Raj Minister: তিনি যে প্রধানমন্ত্রী, রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে রয়েছেন তা তাঁকে দেখে ঠাওর করাই যাবে না। তাঁদের মাঝে শুধু দাঁড়িয়ে থাকাই নয়, শপথবাক্য পাঠ করেছেন ওই যুবক। তা হলে এই যুবক কি নীতীশের ক্যাবিনেটের সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী?

Deepak Prakash: রাজি ছিলেন না নীতীশ-শাহ! ভোটে না লড়েই মন্ত্রিত্ব পেলেন সাংসদ পুত্র
বিহারে নতুন মুখImage Credit: PTI
| Updated on: Nov 25, 2025 | 10:05 PM
Share

পটনা: পরনে বরাবরের সেই পোশাক। সাদা কুর্তা ও পাজামা। দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন নীতীশ কুমার। বিহারের জনসাধারণের ভাগ্যের সঙ্গে ফের একবার নিজের ভাগ্য জুড়ে দিলেন জেডিইউ নেতা। নীতীশের শপথগ্রহণ পর্বে সাধারণের নজর কেড়েছেন অনেকেই। গামছা উড়িয়ে নজর কেড়েছেন মোদীও। তবে এনাদের থেকে এক কাঠি উপরে পৌঁছে গিয়েছেন এক যুবক।

পরনে সাদা একটা জামা সঙ্গে জিন্স। তিনি যে প্রধানমন্ত্রী, রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে রয়েছেন তা তাঁকে দেখে ঠাওর করাই যাবে না। তাঁদের মাঝে শুধু দাঁড়িয়ে থাকাই নয়, শপথবাক্য পাঠ করেছেন ওই যুবক। তা হলে এই যুবক কি নীতীশের ক্যাবিনেটের সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী?

এই যুবকের নাম দীপক প্রকাশ। বিহারে এনডিএ শরিক রাষ্ট্রীয় লোক মোর্চা দলের সুপ্রিমো উপেন্দ্র খুশওয়াহা এবং স্নেহলতা খুশওয়াহার পুত্র সে। উপেন্দ্র রাজ্যসভা সাংসদ ও স্নেহলতা এবারের নির্বাচনে সাসরম থেকে জয়ী আরএলএম প্রার্থী। স্নেহলতা নির্বাচনে দাঁড়িয়ে বিধায়ক পদ ছিনিয়ে নিয়েছেন ঠিকই কিন্তু দীপক এসবের ধার ধারেননি। নির্বাচনে না দাঁড়িয়েই মন্ত্রিসভায় নাম লিখিয়েছেন দীপক। কিন্তু এও কি সম্ভব?

বিহারের রাজনীতি নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের অনেকেই মনে করছিলেন স্নেহলতাই হয়তো মন্ত্রীত্ব পেতে চলেছেন। কিন্তু ঘটল একেবারে উল্টোটা। স্নেহলতা নয়, মন্ত্রী হিসাবে অভিষেক হল তাঁর পুত্রের। দিন দুয়েক আগেই বিহারে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দায়িত্বগ্রহণ করেছেন দীপক। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে কে দীপক জানিয়েছেন, ‘আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম। যতদূর জানি দলের নেতৃত্বদের সঙ্গে বাবাই কথা বলেছিলেন এই মন্ত্রীত্বর ব্যাপারে।’ অবশ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নীতীশ কুমার উভয়েই এই ব্যাপারটাকে সমর্থন করেননি। তবু সব বাধা পেরিয়ে মন্ত্রীত্বের দৌড়ে বিনা নির্বাচনে দাঁড়িয়ে জয়ী দীপক।