Advisory: ভারতীয়দের ইরান-ইজরায়েলে না যাওয়ার পরামর্শ ভারতের, নজরে দুই দেশের পরিস্থিতি

Iran: ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তরফেও একইরকম ট্রাভেল অ্যাডভাইজরি জারি করা হয়েছে বলে খবর। সম্প্রতি সিরিয়ায় ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলা চলে। এরপর থেকেই ইরান পাল্টা আক্রমণের ছক কষছে বলেই মনে করা হচ্ছে।

Advisory: ভারতীয়দের ইরান-ইজরায়েলে না যাওয়ার পরামর্শ ভারতের, নজরে দুই দেশের পরিস্থিতি
এমন ছবিও দেখা গিয়েছে। শুধুই ধ্বংস!Image Credit source: AFP File Photo
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2024 | 11:58 PM

নয়াদিল্লি: ইরান, ইজরায়েলে এখন না যাওয়ার পরামর্শ দিল ভারত সরকার। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই দুই দেশে এখন না যেতে। ইরান ও ইজরায়েলের মধ্যে যে পরিস্থিতি, তাতে নজর রাখছে ভারত। আমেরিকার গোয়েন্দা সংস্থা সূত্রে এমনও খবর সামনে আসছে, ইরান ইজরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই আবহে ভারতীয়দের নিরাপত্তাকে সুরক্ষিত করতেই বিদেশ মন্ত্রকের বিবৃতি।

ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তরফেও একইরকম ট্রাভেল অ্যাডভাইজরি জারি করা হয়েছে বলে খবর। সম্প্রতি সিরিয়ায় ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলা চলে। এরপর থেকেই ইরান পাল্টা আক্রমণের ছক কষছে বলেই মনে করা হচ্ছে।

এমনও অনুমান করা হচ্ছে, এক্ষেত্রে লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথিদের ব্যবহার করতে পারে ইরান। এই অবস্থায় ইজরায়েল ও ইরানে থাকা ভারতীয়দেরও সতর্ক করা হয়েছে। অবিলম্বে তাঁরা যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন, সে কথাও বলা হয়েছে।