বিজেপি শাসিত বিহারেও আঁচ কৃষক আন্দোলনের, রাজভবন পৌঁছনোর আগেই সংঘর্ষ

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 29, 2020 | 2:32 PM

আজ সকালে কৃষকরা পটনার বিখ্যাত গান্ধী ময়দান (Gandhi Maidan) থেকে পদযাত্রা শুরু করেন। গন্তব্য রাজভবন হলেও মাঝপথেই আন্দোলনকারীদের আটকে দেন পুলিস।

বিজেপি শাসিত বিহারেও আঁচ কৃষক আন্দোলনের, রাজভবন পৌঁছনোর আগেই সংঘর্ষ
ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন আন্দোলনকারী কৃষকরা।

Follow Us

পটনা: আন্দোলনের ঢেউ দিল্লি সীমান্ত ছাড়িয়ে পৌঁছলো বিহার(Bihar)-এও। কেন্দ্রের নয়া কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবি জানিয়ে মঙ্গলবার পটনার রাজভবন (Rajbhavan) -র উদ্দেশে পদযাত্রা শুরু করেন কয়েক হাজার কৃষক। তবে মাঝপথেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিস। শুরু হয় সংঘর্ষ।

মূলত বিভিন্ন বামপন্থী দল ও ইউনিয়নের নেতৃত্বেই আজ সকালে কৃষকরা পটনার বিখ্যাত গান্ধী ময়দান (Gandhi Maidan) থেকে পদযাত্রা শুরু করেন। গন্তব্য রাজভবন হলেও মাঝপথেই আন্দোলনকারীদের আটকে দেন পুলিস। ডাক বাংলো চকের কাছে ব্যারিকেড (Barricade) ও ব্যাটন দিয়ে রাস্তা আটকে দেয়। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিসের সঙ্গে সংঘর্ষও শুরু হয় আন্দোলনকারীদের।

বিহারে আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকরা জানান, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়েই তাঁরা রাজভবনের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদেরও দাবি একই, প্রত্যাহার করতে হবে কেন্দ্রের তিন নয়া কৃষি আইন।

আরও পড়ুন: রাজনীতিতে ‘না’ রজনীকান্তের, বললেন “আমায় ক্ষমা করুন!”

কেন্দ্রের তরফে আগেও জানানো হয়েছিল, নয়া কৃষি আইনের মাধ্যমে কৃষকরা সরাসরি রিলায়েন্স, ওয়ালমার্ট, আদানি গোষ্ঠীর মতো বড় বড় কর্পোরেট সংস্থার কাছে সরাসরি নিজেদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ পাবে। তবে কৃষকদের দাবি, নতুন আইনে কৃষকদের কর্পোরেট সংস্থার কৃপায় থাকতে হবে এবং উৎপাদিত ফসলের নূন্যতম সহায়ক মূল্যটুকুও মিলবে না।

আগামীকাল কেন্দ্রের সঙ্গে ষষ্ঠ দফার বৈঠকে বসার কথা রয়েছে কৃষকদের। কেন্দ্রের চিঠির জবাবে কৃষকরা জানিয়েছে, আলোচনার মূল বিষয় কৃষি আইন প্রত্যাহার ও নূন্যতম সহায়ক মূল্য (Minimum Support Price) প্রদানই হবে। সংশোধনের দাবি তাঁরা মানবেন না। বিগত একমাস ধরে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছেন।

অন্যদিকে, একের পর এক রাজ্যে কৃষক আন্দোলনের রেশ পৌঁছনোয় বিপাকে পড়েছে বিজেপি। পঞ্জাব, হরিয়ানার পর বিহারের কৃষকরাও আন্দোলনে যোগদান করায়  ২০২১ সালের আসন্ন নির্বাচনেও বিজেপির ভোটবাক্সে প্রভাব পড়বে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আরও পড়ুন: টিআরপি কিনতে বার্ক প্রধানকে প্রতিমাসে লক্ষাধিক টাকা দিতেন অর্ণব গোস্বামী, বিস্ফোরক তথ্য

Next Article