AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duologue NXT: ‘কোনও ধারণাই ছিল না’, কীভাবে পারিবারিক ব্যবসাকে আরও উঁচুতে নিয়ে গেলেন? ‘ডুয়োলগ NXT’-এ নিজের যাত্রার কথা শোনালেন লাবণ্য

Duologue NXT with Lavanya Nalli: দক্ষিণ ভারতের মেয়ে লাবণ্য। ৯ দশকের বেশি সময় ধরে ভারতের শিল্কের শাড়ির সমার্থক হয়ে উঠেছে 'নল্লি'। ছোট থেকে দাদু-বাবাকে এই ব্যবসায় ব্যস্ত থাকতে দেখেছেন। তাঁর পরিবারের কোনও মেয়ে ব্যবসায় জড়িত ছিলেন না। স্মৃতির সরণি পেয়ে পারিবারিক এই ব্যবসায় যোগদানের কথা তুলে ধরে তিনি বলেন, "আমি ২১ বছর বয়সে নল্লিতে যোগ দিই। তখন আমার অর্থনীতি ও খুচরো ব্যবসা নিয়ে কোনও অভিজ্ঞতা ছিল না।"

Duologue NXT: 'কোনও ধারণাই ছিল না', কীভাবে পারিবারিক ব্যবসাকে আরও উঁচুতে নিয়ে গেলেন? 'ডুয়োলগ NXT'-এ নিজের যাত্রার কথা শোনালেন লাবণ্য
ডুয়োলগ NXT-এ আজ(সোমবার) টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে থাকছেন লাবণ্য নল্লিImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 06, 2025 | 9:30 PM
Share

নয়ডা: প্রায় ১০০ বছরের শাড়ির ব্যবসা তাঁদের। তাঁর আগে পরিবারের কোনও মেয়ে পারিবারিক এই ব্যবসায় যোগ দেননি। সেখানে তিনি পারিবারিক এই ব্যবসায় যোগ দেন মাত্র ২১ বছর বয়সে। প্রায় কিছুই জানতেন না। বাবাকে অনুসরণ করতেন। আর বর্তমানে নিজেদের পারিবারিক এই শাড়ির ব্যবসাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন নল্লি গ্রুপের ভাইস চেয়ারম্যান লাবণ্য নল্লি। আজ (৬ অক্টোবর) টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাসের সঙ্গে ‘ডুয়োলগ NXT’ শোতে থাকছেন তিনি। কীভাবে ধীরে ধীরে পারিবারিক ব্যবসাকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন, কতটা কঠিন ছিল তাঁর লড়াই, ‘ডুয়োলগ NXT’-এ সে কথাই শোনাবেন নল্লি গ্রুপের ভাইস চেয়ারম্যান লাবণ্য নল্লি।

দক্ষিণ ভারতের মেয়ে লাবণ্য। ৯ দশকের বেশি সময় ধরে ভারতের শিল্কের শাড়ির সমার্থক হয়ে উঠেছে ‘নল্লি’। ছোট থেকে দাদু-বাবাকে এই ব্যবসায় ব্যস্ত থাকতে দেখেছেন। তাঁর পরিবারের কোনও মেয়ে ব্যবসায় জড়িত ছিলেন না। স্মৃতির সরণি পেয়ে পারিবারিক এই ব্যবসায় যোগদানের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি ২১ বছর বয়সে নল্লিতে যোগ দিই। তখন আমার অর্থনীতি ও খুচরো ব্যবসা নিয়ে কোনও অভিজ্ঞতা ছিল না। তখন আমাকে কার্যত সহ্য করা হয়েছে। আমাকে ভুল করার সুযোগ দেওয়া হয়েছে। সেই স্বাধীনতাই আমার সবচেয়ে বড় শিক্ষক।”

ই-কমার্সের প্রসঙ্গ তুলে লাবণ্য নল্লি বলেন, “২০১৩ সালে যখন আমি ই-কমার্সের দিকে তাকাই, তখন অনেক ঐতিহ্যবাহী খুচরা বিক্রেতা এটিকে একটি ছাড়ের কৌশল হিসেবে দেখেছিলেন। তবে, ভবিষ্যতে ক্রেতাদের আচরণে পরিবর্তন এসেছে। আপনি অনলাইনে কেনাকাটা করুন বা দোকানে, আপনি একই বিশ্বাস এবং মানের সন্ধান করেন। একটি পরিষেবা তখনই জয়ী হবে, যখন ব্র্যান্ডটি সেই বিশ্বাস অর্জন করবে।” তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শাড়ি কি আন্তর্জাতিক ফ্যাশন স্টেটমেন্ট হতে পারে? তিনি বলেন, “যোগ ও আয়ুর্বেদের মতো শাড়িরও বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে। আমরা বিশ্বের কাছে কীভাবে ফের এটাকে তুলে ধরব, তার উপর সবকিছু নির্ভর করছে।”

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পুরুষ নেতৃত্বাধীন এই পারিবারিক ব্যবসায় নিজের ছাপ ফেলতে লড়াই করতে হয়েছিল? সংযত কিন্তু দৃঢ় স্বরে তাঁর জবাব, “আমার কোনও মনে হয়নি যে আমি লড়াই করছি। আমি যা করতে চেয়েছি, সেটাই করেছি। তাতে কারও কোনও সমস্যা হলে, সেটা তাঁর সমস্যা। আমার নয়।”

লাবণ্য নল্লির সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও-র ‘ডুয়োলগ NXT’-র এই পুরো এপিসোডটি আজ (৬ অক্টোবর) শুধুমাত্র নিউজ৯-এ রাত সাড়ে দশটায় দেখুন। ইউটিউব চ্যানেল @Duologuewithbarundas এবং নিউজ৯ প্লাস অ্যাপে দেখতে পাবেন। এই এপিসোড নিশ্চিতভাবে দর্শকদের অনুপ্রাণিত করবে।