Yusuf Pathan: অধীরের গড়ে প্রার্থী ইউসুফ পাঠান, ‘লড়াই কেমন হবে?’ অল রাউন্ডার জবাবে বললেন…

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 11, 2024 | 7:40 AM

Lok Sabha Election 2024: রবিবার ইউসুফ পাঠান বলেন, "যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতাম, তখন পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। আমি সেই ভালবাসা ফিরিয়ে দিতে চাই। তৃণমূল কংগ্রেস আমায় মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে।"

Yusuf Pathan: অধীরের গড়ে প্রার্থী ইউসুফ পাঠান, লড়াই কেমন হবে? অল রাউন্ডার জবাবে বললেন...
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউসুফ পাঠান।
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ব্রিগেডে জনগর্জন সভা থেকেই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা (TMC Candidate List) ঘোষণা করেছেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে র‌্যাম্পে হেঁটেছেন সমস্ত প্রার্থীরা। তবে তৃণমূলের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক ছিল ইউসুফ পাঠানের (Yusuf Pathan) নাম। সকলকে চমকে দিয়ে বহরমপুর কেন্দ্র থেকে প্রাক্তন ক্রিকেটারের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। তৃণমূলের লোকসভার প্রার্থী হয়ে কেমন লাগছে, জানালেন পাঠান নিজেই।

রবিবারই ইউসুফ পাঠান একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতাম, তখন পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। আমি সেই ভালবাসা ফিরিয়ে দিতে চাই। তৃণমূল কংগ্রেস আমায় মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে।

সংসদে সাধারণ মানুষের কণ্ঠ সাংসদরা। এত বড় দায়িত্ব তাঁর উপরে ভরসা করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান ইউসুফ পাঠান। এক্স হ্যান্ডেলে পোস্টে তিনি লেখেন, “তৃণমূল পরিবারে আমায় স্বাগত জানানো ও সংসদে সাধারণ মানুষের কণ্ঠ হওয়ার দায়িত্ব দেওয়ার জন্য আমি মমতা বন্দোপাধ্যায়ের কাছে চির-কৃতজ্ঞ। জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব গরিব ও পিছিয়ে পড়া মানুষদের তুলে ধরা। আমিও সেই কাজই করতে চাই।”

আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে লড়বেন প্রাক্তন অল রাউন্ডার। বহরমপুর অধীর চৌধুরীর গড়। এবারও কংগ্রেস পাঠানের বিরুদ্ধে অধীর চৌধুরীকেই প্রার্থী করতে পারেন। পোড় খাওয়া রাজনীতিবিদের বিরুদ্ধে লড়াই কতটা কঠিন হতে চলেছে, সে সম্পর্কে প্রশ্ন করা হলে ইউসুফ পাঠান বলেন, “সবকিছুরই পরিবর্তন হয় আর যা হয়, ভালর জন্যই হয়। এখানের মানুষ আমায় ভালবাসে। আমিও তাদের সাহায্য করতে চাই।

Next Article