সিঁড়ি থেকে নামতে গিয়েই হোঁচট মালার, সাংসদকে নিয়ে চিকিৎসকের দুয়ারে সতীর্থরা

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 26, 2021 | 11:55 PM

TMC MP Mala Roy: সংসদ ভবনের সিঁড়িতে হোঁচট খান তিনি। ডান হাতে এবং পায়ে চোট লেগেছে তাঁর।

সিঁড়ি থেকে নামতে গিয়েই হোঁচট মালার, সাংসদকে নিয়ে চিকিৎসকের দুয়ারে সতীর্থরা
ছবি-টুইটার

Follow Us

নয়া দিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে নেমে আসছিলেন সংসদ ভবনের সিঁড়ি দিয়ে। ঠিক সেই সময়ই হোঁচট খেয়ে আঘাত পেলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। সূত্রের খবর, সংসদ ভবনের সিঁড়িতে হোঁচট খান তিনি। ডান হাতে এবং পায়ে চোট লেগেছে তাঁর। সঙ্গে সঙ্গে মালা রায়কে সংসদ ভবনে থাকা চিকিৎসকদের কাছে নিয়ে ছোটেন তৃণমূল সাংসদেরা।

সূত্রের খবর, পায়ে হালকা মোচড় এসেছে মালার। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। অল্প শুশ্রুষার মাধ্যমেই তিনি ঠিক হয়ে উঠবেন। বাদল অধিবেশনের বাকি দিনগুলোকে যোগ দিতেও কোনও অসুবিধা হবে না বলেই চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। তবে যদি ব্যথা হয় সেক্ষেত্রে দিনদুয়েক বিশ্রাম নেওয়ার পাশাপাশি ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যদিও মালা রায়ের সঙ্গে থাকা তৃণমূলের বাকি সদস্যরা বলছেন, অল্পের জন্য বড় আঘাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

মালা রায় আঘাত পেলেও আগামিকাল দিল্লির রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪ টেয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। যদিও তার আগে এবং পরে কংগ্রেস নেতাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করবেন তিনি। এর পরের দিন অর্থাৎ বুধবার, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ফলে আগামী দু’দিন যে দিল্লিতে তৃণমূল শিবিরের চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটবে, তা এখন থেকেই বলা যায়। আরও পড়ুন: মঙ্গলবার বিকেলেই মুখোমুখি মোদী-মমতা, একপ্রস্থ বৈঠক কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও

Next Article