নয়া দিল্লি: ২০১৬ সালে আদালত নির্দেশ দিয়েছিল যাতে জাতীয় এবং রাজ্য হাইওয়ের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান খোলা না হয়। ওই এলাকায় মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এই এ বার নির্দিষ্ট কিছু এলাকার ক্ষেত্রে সেই নিয়ম শিথিল করা হল। সুপ্রিম কোর্টের নির্দেশ যেখানে জনসংখ্যা ২০ হাজার বা তার কম, সেখানেই কেবলমাত্র এই নিয়ম জারি থাকবে।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নতুন নিয়ম সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মেনে চলতে বলা হয়েছে। এ ছাড়া হাইওয়ের ধারে মদের বিজ্ঞাপনের ক্ষেত্রে অনুমোদন নেই ২০১৬ থেকে। এই নিয়ম ভাঙলে হতে পারে শাস্তি, নেওয়া হতে পারে জরিমানাও।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই নির্দেশ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেই নিতে হবে। কেন্দ্র আগেই জানিয়েছে মদের দোকান খোলা বা বন্ধ করার বিষয়টি রাজ্যের হাতেই রয়েছে, কেন্দ্রের হাতে নয়। তাই আদালতকে সেই নিয়ে নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: ‘নাইট কার্ফু’ পালনে আরও কড়াকড়ির পথে নবান্ন, জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের
তবে পুরনো মদের দোকান, যে গুলি বর্তমানে রয়েছে সেগুলির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দোকানগুলি আগের মতোই চালু রাখা যাবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্দুধ করতেই প্রথম সুপ্রিম কোর্টে হাইওয়ের ধারে মদের দোকান নিষিদ্ধ করার মামলা ওঠে। ১৯৮৮ সালের মোটরযান আইনের ১৮৫ ধারা অনুযায়ী, মত্ত অবস্থায় গাড়ি চালালে জেল ও জরিমানা হতে পারে চালকের। আরও পড়ুন: চুলোয় বিধিনিষেধ! শেষ ৩ মাসে হাওড়া-শিয়ালদহে ২ কোটির বেশি যাত্রী সওয়ার স্টাফ স্পেশালে