AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train fare: রেলস্টেশনের উন্নয়ন হলে কি ট্রেন ভাড়া বাড়বে? জবাব দিলেন রেলমন্ত্রী

Ashwini Vaishnaw: রেলস্টেশনের উন্নীতকরণ প্রকল্পের জন্য ৯ হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিচ্ছে রেল। নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নরেন্দ্র মোদী সরকারের এই প্রকল্প থেকে কোনও রাজ্য বঞ্চিত হবে না বলেও জানান রেলমন্ত্রী।

Train fare: রেলস্টেশনের উন্নয়ন হলে কি ট্রেন ভাড়া বাড়বে? জবাব দিলেন রেলমন্ত্রী
ট্রেন ভাড়া সম্পর্কে আশ্বাসবাণী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। Image Credit: টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 11:57 PM
Share

নয়া দিল্লি: নতুন রূপে সেজে উঠতে চলেছে দেশের প্রায় ১৩০০টি রেলস্টেশন (Rail station)। যার মধ্যে রবিবার ৫০৮টি স্টেশনের উন্নয়নের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন রয়েছে। স্টেশন অত্যাধুনিক মানের করলে কী ট্রেন ভাড়াও বাড়বে? সাধারণ মানুষের থেকেই কী প্রকল্পের এই বিপুল অঙ্কের টাকা তোলা হবে? অনেকের মনেই এমন প্রশ্ন উঁকি দিচ্ছে। অবশেষে সকলের প্রশ্নের অবসান ঘোচালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাধারণ মানুষকে আশ্বস্ত করে রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) স্পষ্ট জানালেন, রেলস্টেশনের মান উন্নত করার জন্য ট্রেন ভাড়া (Train fare) বাড়বে না।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তে ৫০৮টি রেলস্টেশনের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৫০০০ কোটি টাকার সরকারের এই প্রকল্পের উদ্বোধনের পরই সাধারণ মানুষ ট্রেনের ভাড়া, স্টেশন খরচ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এদিন সাংবাদিক বৈঠক করে সকলের উদ্বেগের অবসান ঘোচালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করে চলেছেন। রেলস্টেশনের উন্নয়ন করার লক্ষ্যও একই। আমরা কোনও বোঝা ছাড়াই তাঁদের বিশ্বমানের স্টেশন উপহার দিতে চাই। স্টেশনের উন্নয়নের নামে আমরা ট্রেনের ভাড়া বাড়াব না বা কোনও ফি ধার্য করব না।”

এদিন রেলমন্ত্রী জানান, রেলস্টেশনের উন্নীতকরণ প্রকল্পের জন্য ৯ হাজার ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিচ্ছে রেল। নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। নরেন্দ্র মোদী সরকারের এই প্রকল্প থেকে কোনও রাজ্য বঞ্চিত হবে না বলেও জানান রেলমন্ত্রী। এপ্রসঙ্গে এখনও পর্যন্ত কেরল বন্দে ভারত এক্সপ্রেস না পাওয়ার জন্য পিনারাই বিজয়ন সরকারকে তোপ দাগেন অশ্বিনী বৈষ্ণব। পিনারাই বিজয়নের সরকার সমীক্ষা রিপোর্ট-সহ বিস্তারিত তথ্য দিতে সমস্যা করার জন্যই কেরলে রেল নেটওয়ার্কের উন্নীতকরণের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে অভিযোগ রেলমন্ত্রীর। তবে কেরলে রেল নেটওয়ার্কের উন্নতি ঘটানোর ব্যাপারে কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান অশ্বিনী বৈষ্ণব।

প্রসঙ্গত, এদিন যে ৫০৮ স্টেশনের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন রয়েছে এবং এর জন্য বরাদ্দ হয়েছে ১৫০৩ কোটি টাকা। এছাড়া উত্তরপ্রদেশ ও রাজস্থানের ৫৫টি করে স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে ৪ হাজার কোটি টাকা। মধ্যপ্রদেশের ৩৪টি স্টেশনের জন্য বরাদ্দ ১ হাজার কোটি টাকা এবং মহারাষ্ট্রের ৪৪টি স্টেশনের জন্য বরাদ্দ ১৫০০ কোটি টাকা। এছাড়া তামিলনাড়ু, কর্নাটক, কেরল-সহ অন্যান্য রাজ্যের একাধিক স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আনা হয়েছে।