Vande Bharat Metro: ট্রায়াল রান শেষ, বাংলায় কবে চলবে বন্দে ভারত মেট্রো
Vande Bharat Metro: আপাতত চেন্নাইতে এই ট্রায়াল হল। বাংলায় কোথায় কোথায় চলবে তা নিয়ে রেল বোর্ডের বৈঠক রয়েছে। তারপরে নির্দিষ্ট করে জানানো হবে বলে জানা যাচ্ছে। দেশের বড় বড় শহরগুলির মধ্যে সংযোগ স্থাপনে বড় ভূমিকা রাখবে এই মেট্রো।
চেন্নাই: রেলমন্ত্রী আশ্বস্ত করেছিলেন। সেইমতো বন্দে ভারত মেট্রো চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। ট্রায়াল রান হয়ে গেল চেন্নাইতে। এদিন চেন্নাইয়ের ভিল্লাভাক্কম স্টেশন থেকে একটি রেকের ট্রায়াল রান করল রেল। নতুন মেট্রো দেখতে স্টেশনে রীতিমতো ভিড় জমে যায়। ক্যামেরা হাতে ছবিও তুলতে থাকেন অনেকে। সামনে এসেছে মেট্রোর ভিতরের ছবিও। তফাৎ রয়েছে সাধারণ মেট্রোর কামরার সঙ্গে। দেখা যাচ্ছে রেকের ভিতরটা খানিকটা সাধারণ লোকাল ট্রেনের মতো।
সাধারণ মেট্রোর রেকে যেখানে জানলার ঠিক নিচে দুই পাশে মুখোমুখি বসার জায়গা দেখা যায় সেখানে বন্দে ভারত মেট্রোর রেকের ভিতর আড়াআড়ি ভাবে লোকাল ট্রেনের মতো দুই পাশে সিট রয়েছে। দুই পাশে বসতে পারবেন দু’জন করে। রয়েছে দাঁড়ানোর জায়গা। তবে সব বন্দে ভারত মেট্রোর কাঠামোই এ ধরনের হবে কিনা তা এখনও জানা যায়নি। গোটা ট্রেন জুড়ে থাকছে সিসিটিভি। থাকছে মোট ১২টি কামরা। সাধারণ কামরাগুলিও হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত।
আপাতত চেন্নাইতে এই ট্রায়াল হল। বাংলায় কোথায় কোথায় চলবে তা নিয়ে রেল বোর্ডের বৈঠক রয়েছে। তারপরে নির্দিষ্ট করে জানানো হবে বলে জানা যাচ্ছে। দেশের বড় বড় শহরগুলির মধ্যে সংযোগ স্থাপনে বড় ভূমিকা রাখবে এই মেট্রো। ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে করবে চলাচল। গতিও থাকবে প্রায় বন্দে ভারত এক্সপ্রেসের মতো। আগেই শোনা গিয়েছিল বাংলায় পথচলা শুরু হলে শুরুতেই এই বন্দে ভারত মেট্রো দেখা যেতে পারে শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে। এখন দেখার তা কতদিনে বাস্তবায়িত হয়।