ত্রিপুরা: ষষ্ঠীর দিন ত্রিপুরায় অক্সিজেন পার্কের (Oxygen park) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Kumar Dev)। গতকাল গান্ধী গ্রামের শাল বাগানে এই অক্সিজেন পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পার্কটি প্রায় ২৯.৬ হেক্টর জায়গাজুড়ে অবস্থান করছে। সম্পুর্ণ গাছ-গাছালি দিয়ে ঘেরা এই পার্কটি। জানা গিয়েছে পার্কটির মধ্যে বিভিন্ন ধরনের দোকান, শিশুদের খেলার জায়গা এবং জিম রয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজস্বমন্ত্রী ও কয়েকজন বিধায়ক। বিপ্লব দেব বলেন, ” করোনা (Corona) পরিস্থিতিতে সব থেকে বেশি প্রয়োজনীয় হলো অক্সিজেন (Oxygen)। আমরা করোনায় আক্রান্ত হই তখন প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সহযোগীতায় এই অক্সিজেন পার্কটি (Oxygen park) আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। মাননিয় প্রধানমন্ত্রীর পিএম কেয়ার ফান্ড (PM care fund) থেকে আমরা ত্রিপুরাতে (Tripura) বড়ো মাত্রায় অক্সিজেন মাঠ তৈরি করেছি। এর আগেও প্রধানমন্ত্রী বড় মাত্রায় অক্সিজেন প্ল্যান্ট গড়ে তুলেছেন।”
এর আগে, নগরোন্নয়ন ও পর্যটন বৃদ্ধিতে ত্রিপুরা সরকারকে ২১০০ কোটি টাকার ঋণ দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (Asian Development Bank)। এরমধ্যে ১৬০০ কোটি টাকা শহরাঞ্চল উন্নয়নে (Urban Development) ও বাকি ৫০০ কোটি টাকা বাংলাদেশ সীমান্ত অঞ্চলে পর্যটন বৃদ্ধিতে (Tourism Development) ব্যয় করা হবে বলে জানা গিয়েছে।
ত্রিপুরার নগরোন্নয়ন ও পর্যটন দপ্তরের সচিব কিরণকুমার দিনকাররাও (Kirankumar Dinkarrao) জানান, “ঋণের চুক্তি অনুযায়ী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রাথমিকভাবে ৪০ কোটি টাকা দেবে প্রকল্পের রূপরেখা তৈরি করতে। প্রকল্পের পরিকল্পনা তৈরি হয়ে গেলে আগামী তিন বছরে ১৬০০ কোটি টাকা নগরোন্নয়নের জন্য ও ৫০০ কোটি টাকা পর্যটন শিল্প উন্নয়নে বিনিয়োগের জন্য ঋণ দেবে এই আন্তর্জাতিক ব্যাঙ্ক।”
তিনি জানান, শুক্রবার ত্রিপুরা সরকার ওই ব্যাঙ্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ত্রিপুরা সরকারের তরফে চৈতন্য মূর্তি ওই চুক্তি স্বাক্ষর করেন। অন্যদিকে ব্যাঙ্কের তরফে উপস্থিত ছিলেন ডিরেক্টর টাকেও কানিসি (Takeo Kanishi)। দিনকররাও বলেন, ” নগরোন্নয়ন প্রকল্পের অধীনে ত্রিপুরার ২০টি অঞ্চলের উন্নয়ন করা হবে। অন্যদিকে পর্যটন শিল্প উন্নয়নে যাবতীয় পর্যটন কেন্দ্র, সেখানে যাওয়ার রাস্তা ও বিভিন্ন পর্যটন পরিষেবা উন্নত করা হবে। আগামী ছয়-সাত মাসের মধ্যেই প্রকল্পের কর্মসূচি তৈরি হয়ে যাবে।”
নগরোন্নয়ন প্রকল্প সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করে জানান, যেসব অঞ্চলে কোনও উন্নয়ন হয়নি, মূলত সেই অঞ্চলগুলির উন্নয়নেই এই অর্থ খরচ করা হবে। রাস্তা তৈরির পাশাপাশি জলের ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য হবে।
আরও পড়ুন: Durga Puja 2021: Tv9 বাংলার খবরের জের, বন্ধ হচ্ছে না ৪৬ বছরের পুরনো সেই পুজো