Kunal Ghosh inTripura: এক কুণালকে জিজ্ঞাসাবাদে পাঁচ থানার আধিকারিক! ‘নজিরবিহীন’ লিখলেন তৃণমূলের মুখপাত্র

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 12, 2021 | 10:05 PM

Tripura: আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের কাছে বাগমা ফাঁড়িতে পুলিশের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চলে।

Kunal Ghosh inTripura: এক কুণালকে জিজ্ঞাসাবাদে পাঁচ থানার আধিকারিক! নজিরবিহীন লিখলেন তৃণমূলের মুখপাত্র
এক সঙ্গে পাঁচ থানার অফিসারের জেরার মুখে তৃণমূল নেতা কুণাল ঘোষ। ছবি টুইটার

Follow Us

ত্রিপুরা: এক সঙ্গে পাঁচ থানার অফিসারের জিজ্ঞাসাবাদের মুখে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার ত্রিপুরায় ‘নজিরবিহীন অভিজ্ঞতা’র কথা ফেসবুকে শেয়ার করলেন তিনি। এদিন বাগমা ফাঁড়িতে কুণাল ঘোষকে তলব করা হয়েছিল। কুণাল জানান, সেখানে গিয়ে হতবাক হয়ে যান তিনি। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচটি থানা থেকে আধিকারিক এসে জড়ো হন থানায়।

কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, ‘নজিরবিহীন অভিজ্ঞতা। একসঙ্গে পাঁচ থানার অফিসারদের জেরা। শুক্রবার, বাগমা ফাঁড়িতে। আগরতলা থেকে অনেকটাই দূরে। সকলের প্রশ্ন একই, সীতার পাতালপ্রবেশ কেন ভাষণে বলেছি? যেহেতু তদন্তের বিষয়, বাইরে বিস্তারিত লিখব না।’

এর সঙ্গেই কুণালের সংযোজন, ‘এটুকু বলি, স্পষ্ট অবস্থান, জয় শ্রীরাম বলে পরপর হামলা করে পার পেয়ে যাবে ওরা, আর মা সীতার পাতালপ্রবেশ বললে মামলার পর মামলা? বাল্মীকি রামায়ণ এবং আনুষঙ্গিক নানা বই, নথি নিয়ে দেখিয়েছি এসব আমার মনগড়া নয়। অনুরোধ করেছি, পুলিশ নিয়ম করে দিক, রামনাম করে হামলা করা যাবে, কিন্তু মা সীতার কথা বলা যাবে না।’

কুণাল ঘোষের বক্তব্য, তিনি কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চাননি। চান না। তবে ধর্মকে রাজনীতিতে এনে ব্যবহার করা হলে, তিনি তার বিরুদ্ধে। কুণাল লেখেন, ‘আমি একটি নোট তৈরি করে নিয়ে গিয়েছিলাম। পাঁচ থানাই সেটি নথিভুক্ত করেছে। পাঁচ থানার অফিসাররাই লিখে দিয়েছেন- আমি আইন মেনে সাড়া দিয়েছি।’

রাম রাজ্যে কেন সীতার পাতাল প্রবেশ? প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। পাশাপাশি রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরোধিতা করেছিলেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে মূলত এই দু’টি অভিযোগ। এই নিয়েই একাধিক থানায় অভিযোগও দায়ের হয়।

সূত্রের খবর, আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের কাছে বাগমা ফাঁড়িতে পুলিশের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চলে। ছিলেন ওমপি, বীরনগর, আর কে পুর ও কাঁকড়াবন থানার তদন্তকারী অফিসাররাও। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদের জিজ্ঞাসাবাদের আগে ফাঁড়ি ঘিরে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই নিয়ে দ্বিতীয়বার ত্রিপুরা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বসেন কুণাল ঘোষ। আগেরবার পুলিশের জেরা শেষ হওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুণাল।

আরও পড়ুন: Kunal Ghosh: ‘অর্থচক্র বিজেপিতে’, বিস্ফোরক তথাগত রায়! পাল্টা কুণালের টুইট, ইডি-সিবিআই তদন্ত হোক

 

আরও পড়ুন: BSF: দ্রুততার সঙ্গে দিতে হবে কাঁটা তার, সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠকে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব

Next Article