Exit Poll 2024-South India: দক্ষিণেও মোদী-ম্যাজিক? কেরল-কর্নাটক-অন্ধ্র কোথায় ক’টা করে আসন পাচ্ছে BJP?

Jun 01, 2024 | 7:12 PM

Exit Poll 2024-South India: ২০২৪-এর নির্বাচনে দক্ষিণ ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোট শেষ হওয়ার পর প্রকাশ্য়ে এল বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। দক্ষিণের প্রায় সব রাজ্য়েই আগের থেকে ভাল ফল করতে চলেছে বিজেপি। এমনই রিপোর্ট উঠে এসেছে সমীক্ষায়।

Exit Poll 2024-South India: দক্ষিণেও মোদী-ম্যাজিক? কেরল-কর্নাটক-অন্ধ্র কোথায় কটা করে আসন পাচ্ছে BJP?
কী হতে পারে দক্ষিণ ভারতের ফলাফল?
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজনৈতিক বিশ্লেষকরা শুরু থেকেই বলছেন, বিজেপি তথা এনডিএ-কে এবার আসন সংখ্যা বাড়াতে হলে দক্ষিণ ভারতে আগের থেকে ভাল ফল করতে হবে। এবার ভোট আবহে বারবার বিজেপির শীর্ষ নেতাদের দক্ষিণে  যেতে দেখা গিয়েছে। শেষ দফার ভোটের আগে কন্যাকুমারীতে গিয়ে ধ্যানও করেন নরেন্দ্র মোদী। সেই দক্ষিণে কেমন ফল হচ্ছে এবার? TV9, ‘পোলস্ট্যাট’ ও ‘পিপলস ইনসাইটে’র সমীক্ষায় উঠে এলে সেই রিপোর্ট।

**বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

কোথায় কেমন ফল হতে পারে-

তামিলনাড়ু (৩৯ আসন)- বিজেপি- ২, এনডিএ- ৪, কংগ্রেস- ৯, ইন্ডিয়া জোট- ৩৫।

এই রাজ্যে বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনে কোনও আসন পায়নি।
ডিএমকে ২৪ টি আসন পেয়েছিল। এবার তারা ২১টি আসন পেতে পারে। আগেরবার কংগ্রেস পেয়েছিল ৮টি আসন।

কেরল (২০ আসন)বিজেপি- ১ এনডিএ- ১ কংগ্রেস- ১৩ ইন্ডিয়া- ১৯

অর্থাৎ কেরলে খাতা খুলতে পারে বিজেপি। ২০১৯-এ বিজেপি তথা এনডিএ কোনও আসন পায়নি। কংগ্রেস পেয়েছিল ১৫টি, এবার সেই সংখ্যা কমতে পারে বলে মনে করা হচ্ছে। গত নির্বাচনে সিপিএম পেয়েছিল ১টি আসন।

কর্নাটক (২৮ আসন)- বিজেপি- ১৮, এনডিএ- ২০, কংগ্রেস- ৮, ইন্ডিয়া জোট- ৮ আসন পেতে পারে।

২০১৯-এ ২৫টি আসন পেয়েছিল বিজেপি। অর্থাৎ ৭টি আসন কমতে পারে বিজেপির। কংগ্রেস পেয়েছিল একটি আসন, সেই সংখ্যা বাড়তে পারে এবার।

তেলঙ্গানা (১৭ আসন)- বিজেপি- ৭ এনডিএ- ৭ কংগ্রেস- ৮ ইন্ডিয়া জোট- ৮- অন্যান্য ২

২০১৯-এ বিজেপি পেয়েছিল ৪টি আসন, এবার বাড়তে পারে ৩টি আসন। কংগ্রেস ৩টি আসন পেয়েছিল, এবার সেই সংখ্যাও বাড়তে পারে। বিআরএস ১৭টি আসন পেয়েছিল, এবার যা কমে ১ হতে পারে।

অন্ধ্র প্রদেশ (২৫ আসন)- বিজেপি- ২ এনডিএ- ১২ কংগ্রেস- ০ ইন্ডিয়া জোট- ০ অন্যান্য ১৩।

২০১৯-এ বিজেপির খাতা ছিল শূন্য। সেখান থেকে এবার ২টি আসন পেতে পারে বিজেপি। আসন সংখ্যা কমছে ওয়াইএসআর কংগ্রেসের। আগের বার ছিল ২২টি আসন, এবার সেটা কমে হতে পারে ১৩। অন্যদিকে টিডিপি ৬ আসন বাড়িয়ে পেতে পারে ৯টি।

Next Article