গ্রামে বেড়েছে সাপের উপদ্রব! রাগের চোট বিষধর সাপকেই চিবিয়ে খেল দুই যুবক

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 07, 2021 | 11:59 AM

বিশেষজ্ঞরা জানিয়েছেন ওই সাপগুলি বিষধর ছিল। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রামে বেড়েছে সাপের উপদ্রব! রাগের চোট বিষধর সাপকেই চিবিয়ে খেল দুই যুবক
ফাইল ছবি

Follow Us

রায়পুর: অর্ধেক পোড়া সাপ চিবিয়ে খেয়ে ফেলল দুই যুবক। ছত্তিসগঢ়ের কোরবা এলাকার ঘটনা। এমন সাংঘাতিক কাণ্ডে রীতিমতো চমকে গিয়েছে গ্রামবাসীরা। গ্রামের সাপের উপদ্রব অনেক দিন ধরেই বেড়েছে ঠিকই, তাই বলে এমন কাণ্ড আগে কখনও দেখেননি তাঁরা। স্বাভাবিকভাবেই আস্ত সাব চিবিয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েন দুই যুবক। শারীরিক অবস্থার অবনতি হতে দেখে, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্থানীয়রা। একটু সুস্থ হলে তাঁদের জিজ্ঞেস করা হয়, কেন এমন কাণ্ড ঘটালেন তাঁরা। উত্তরে তাঁরা জানান, প্রথমত তাঁরা মদ্যপ ছিলেন। দ্বিতীয়ত, গ্রামে কিছুদিন ধরে সাপের উপদ্রব বেড়েছিল। সাপে ছোবল মারার ঘটনাও ঘটছিল বারবার। সেই রাগেই সাপ চিবিয়ে খেয়েছেন তাঁরা। গত রবিবার রাতে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, ওই দুই যুবকের নাম রাজু জাংড়ে ও হিতেন্দ্র আনন্দ। ঘটনার কিছু আগেই স্থানীয়রা একটি সাপকে মেরে পুড়িয়ে ড্রেনে ফেলে দেয়। কিন্তু সাপটি পুরোপুরি পোড়েনি। ড্রেনে ভাসছিল আধপোড়া ওই সাপের দেহ। এরপরই ওই এলাকায় পৌঁছয় রাজু জাংড়ে ও হিতেন্দ্র আনন্দ। মদ্যপ অবস্থায় সাপটিকে তুলে নিয়ে এদের মধ্যে এক যুবক চিবিয়ে খেতে শুরু করেন। সেই দৃশ্য দেখে অপরজন হাত থেকে কেড়ে নিয়ে সাপ চিবোতে শুরু করেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। শুরু হয় বমি। ক্রমশ ঝিমিয়ে পড়তে শুরু করে তাঁরা। এই অবস্থায় তাঁদের দেখে ব্যবস্থা নেন স্থানীয়। গ্রামবাসীদের উদ্যোগেই ওই দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তাঁরা সুস্থ হয়ে উঠেছেন।

রাজু ও হিতেন্দ্র নামে ওই দুই যুবক জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তাঁরা ভেবেছিলেন যে সাপটি বেঁচে আছে। জ্যন্ত সাপ ভেবেই ড্রেন থেকে তুলে চিবতে শুরু করেন তাঁরা। প্রথমে এক যুবক সাপটির মাথায় কামড় দেন। পরে আর একজন ছিনিয়ে নিয়ে সেটিকে খেতে শুরু করেন। খানিকটা চিবিয়ে ছুড়ে ফেলে দেন সাপটিকে। এরপর ক্রমশ তাঁদের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। সেই অবস্থায় বাড়ি ফেরার চেষ্টাও করেন তাঁরা।

জ্ঞান ফেরার পর হিতেন্দ্র বলেন, ‘অনেক দিন ধরে এলাকায় সাপের আনাগোনা বেড়েছে। বাড়ির ভিতরও ঢুকে পড়ছে সাপ। আমরা তাই ঠিক করেছিলাম, আজ সাপটাকে খেয়েই ফেলব। সাপটা অন্য কাউকে ছোবল মারার আগেই আমরা চিবিয়ে শেষ করে দেব। রাগের মাথায় এ সব করেছিলাম। আমরা কিছু বোঝার মতো অবস্থায় ছিলাম না। হিতেন্দ্র জানান ভয়ও লাগেনি তাঁদের। তাঁরা দেখছিলেন সাপকে কামড়ালে ঠিক কী হয়।

জানা গিয়েছে, যে সাপটিকে চিবিয়ে খাচ্ছিল ওই দুই যুবক সেটি বেলিয়া ক্রেট প্রজাতির। এটি একটি অত্যন্ত বিষাক্ত সাপ। ১৫ মিনিটে এটির বিষ মানুষকে মেরে ফেলতে পারে। আরও পড়ুন: এ কেমন প্রথা! বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে ৬ নাবালিকাকে নগ্ন করে বের করা হল রাস্তায়

Next Article