রাহুলকে ‘কোকিল’ বলে কটাক্ষ! কেন তার ব্যাখ্যা দিল বিজেপি

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Sep 07, 2021 | 11:41 AM

Rahul Gandhi : একটি কোকিল যেমন কখনও নিজের বাসা বাঁধে না, বরং অন্যের বাসায় থাকতেই সে বেশি স্বাচ্ছন্দ্য; রাহুল গান্ধীও ঠিক সেইরকম। মন্তব্য বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর।

রাহুলকে কোকিল বলে কটাক্ষ! কেন তার ব্যাখ্যা দিল বিজেপি
ফাইল চিত্র

Follow Us

নয়াদিল্লি : ফের একবার বিজেপির নিশানায় রাহুল গান্ধী। সোনিয়া-পুত্রকে রাজনীতির কোকিল বলে সম্বোধন করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। রাহুল গান্ধী এমন এক ব্যক্তি যিনি নিজের কাজ করতে চান না। নিজের রাজনৈতিক স্বার্থ পূরণ করতে অন্যের কাঁধের উপর ভরসা করতে হয় তাঁকে। সোমবার এভাবেই বিজেপির আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে।

সম্প্রতি কৃষক বিক্ষোভ নিয়ে এক নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের মুজফ্ফনগর জেলায় রবিবার যে কৃষক মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়েছিল, সেই সংক্রান্ত একটি পোস্টের সঙ্গে ছবিটি টুইট করেছিলেন তিনি। বিজেপির অভিযোগ, ছবিটি এখনকার নয়। অনেক পুরানো একটি ছবি পোস্ট করেছেন রাহুল গান্ধী। আর এই নিয়েই সোনিয়া-পুত্রকে কার্যত তুলোধনা করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী এই ধরনের পুরানো ছবি পোস্ট করে কেবল মিথ্যা আর বিভ্রান্তি ছড়াচ্ছেন।

সম্বিত পাত্রের বক্তব্য, “একটি কোকিল যেমন কখনও নিজের বাসা বাঁধে না, বরং অন্যের বাসায় থাকতেই সে বেশি স্বাচ্ছন্দ্য; রাহুল গান্ধীও ঠিক সেইরকম। নিজের দলের জন্য কোনও কাজ তিনি করেন না। বরং অন্যের কাঁধের উপর ভরসা করে চলতেই তিনি পছন্দ করেন। এটাই এখন তাঁর অভ্যেস হয়ে গিয়েছে।”

কংগ্রেসের সভাপতির আসন দীর্ঘদিন ধরে ফাঁকা। সোনিয়া গান্ধী দলের অন্তবর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। বিজেপির বক্তব্য, সভাপতিহীন কংগ্রেস তৃণমূল স্তরের ইস্যুগুলি নিয়ে কথা বলতে পারছে না। আর সেই ব্যর্থতার জন্যই সোনিয়া গান্ধীকে অন্য দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে হচ্ছে। আর রাহুল গান্ধী বিভ্রান্তির রাজনীতি ছড়াতে পুরানো ছবির উপর ভরসা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কৃষক বিক্ষোভের হাওয়া নিজেদের পালে লাগিয়ে ভেসে থাকতে চাইছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য ক্রমেই ঝাপসা হয়ে আসছে বলেও মন্তব্য করেছেন অনেকে। বিশেষ করে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বিজেপি-বিরোধী জোট তৈরি করতে, বারবার বৈঠকে বসতে দেখা গিয়েছে। সেই জোটেও যে চালকের আসনে কংগ্রেস থাকছে, এমনটা হলফ করে কেউ বলতে পারছেন না।

এমন একটা পরিস্থিতিতে শুধু কৃষক বিক্ষোভের হাওয়াতে ভর করে যে কংগ্রেসের তরী বেশিদূর এগোবে না, তা বুঝিয়ে দেন সম্বিত পাত্র। কৃষকদের সমস্যা দূর করতে এবং তাঁদের সামগ্রিক উন্নয়নে যে মোদী সরকার বদ্ধপরিকর, তাও স্পষ্ট করে দেন তিনি। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেড় লাখ কোটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই কথাও জানান তিনি।

উল্লেখ্য, গোয়ার পানাজিতে একটি রিসর্টে ভারতীয় যুব কংগ্রেসের দু’দিনের জাতীয় নির্বাহী সভা আয়োজিত হয়েছিল। আর সেই সভার দ্বিতীয় দিনে রাহুল গান্ধীকে দলের সভাপতি করার প্রস্তাব গৃহীত হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে রাহুলকে ভারতীয় রাজনীতির কোকিল বলে বিজেপির সম্বোধনে, দিল্লির রাজনীতিতে সোনিয়া-পুত্রের গ্রহণযোগ্যতা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও বিজেপির তরফে এই মন্তব্যের পর এখনও পর্যন্ত কংগ্রেসের থেকে পাল্টা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও পড়ুন : ফের কংগ্রেস সভাপতি হোক রাহুল গান্ধী, গৃহীত হল প্রস্তাব

Next Article